মিয়ানমারের গণতন্ত্রপন্থি আন্দোলনকারীরা বিভিন্ন শহরে রাতে মোমবাতি জ্বালিয়ে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ এবং সীমান্তবর্তী এলাকাগুলোতে গত কয়েকদিনের সংঘর্ষে নিহতদের স্মরণ করেছে। খবর বিডিনিউজের।
রয়টার্স জানিয়েছে, অস্থিরতা বিরাজ করায় মঙ্গলবার মিয়ানমারে কর্মরত মার্কিন সরকারি কর্মচারীদের মধ্যে যারা ‘অপরিহার্য নন’ তাদের পরিবারের সদস্যসহ দক্ষিণপূর্ব এশিয়ার দেশটি ত্যাগের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। মিয়ানমারে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে উৎখাত করে গত ১ ফেব্রুয়ারি সেনাবাহিনী ক্ষমতা নেওয়ার পর থেকে দেশটিতে যে অভ্যুত্থানবিরোধী আন্দোলন চলছে তাতে এরই মধ্যে অন্তত ৫২১ জন নিহত হয়েছে। চলতি সপ্তাহের শনিবার দেশটি একদিনে ১৪১ জনের মৃত্যুদণ্ড দেখেছে বলে জানিয়েছে মিয়ানমারের ঘটনাবলী পর্যবেক্ষণকারী গোষ্ঠী অ্যাস্টিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিকাল প্রিজনার্স।
মঙ্গলবারও দেশটিতে আট বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে এএপিপি। এদিন মিয়ানমারের বেশ কয়েকটি শহরে হাজার হাজার বিক্ষোভকারী মিছিল করেছে বলে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে মঙ্গলবারের বিক্ষোভের ছবিও এসেছে। এ দিন রাতে মিয়ানমারের বিভিন্ন শহরে কারফিউ উপেক্ষা করে রাতভর মোমবাতি জ্বালিয়ে অভ্যুত্থানবিরোধী প্রতিবাদ করেছে আন্দোলনকারীরা। গত বুধবার ভোরের দিকে অন্তত একটি এলাকায় জান্তাবিরোধী মিছিল হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। গত কয়েকদিন ধরে মিয়ানমারের বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় সেনাবাহিনীর সঙ্গে বিদ্রোহী কয়েকটি গোষ্ঠীর লড়াইও তীব্রতর হয়েছে; সংঘর্ষের হাত থেকে বাঁচতে অনেকেই সীমান্ত পার হয়ে প্রতিবেশী দেশে আশ্রয় নিয়েছেন।
থাইল্যান্ডের কাছে মিয়ানমারের পূর্বাঞ্চলীয় সীমান্ত এলাকাগুলোতে সক্রিয় বিদ্রোহী গোষ্ঠী কারেন ন্যাশনাল ইউনিয়ন মঙ্গলবার জানিয়েছে, সরকারি বাহিনী শিগগিরই তাদের ওপর বড় ধরনের আক্রমণ করবে বলে ধারণা করছে তারা। নিরস্ত্র মানুষদের বিরুদ্ধে সহিংসতা বন্ধে চাপ সৃষ্টি করতে বিশ্বের দেশগুলোর প্রতি মিয়ানমারের সামরিক জান্তার সঙ্গে ‘সম্পর্ক ছিন্নের’ আহ্বান জানিয়েছে গোষ্ঠীটি।