নিষ্পাপ প্রাণীকে ভালোবাসুন

হাকিমুন্নেছা বাপ্পি | শনিবার , ১৩ জানুয়ারি, ২০২৪ at ৯:৫৫ পূর্বাহ্ণ

মানুষকে ভালোবেসে কাছে টানলে মনে করবে আপনি চরিত্রহীন। কাউকে মন থেকে আপন মনে করবেন ওনি ভাববেন আপনার কোন স্বার্থ আছে! মনের কোণে জমানো দুঃখ, কষ্ট কাউকে আপন ভেবে বলবেন মনে করবে আপনি অসহায়! মানুষকে যতই ভালোবেসে কাছে টেনে নেন না কেন একটা সময় সেই আপনাকে দূর দূর করে সরিয়ে দিবে। আপনার সাথে কোন মুহূর্তের স্মৃতি সে মনে রাখবে না বরং আপনার নামে কারণে অকারণে অন্যজনের কাছে বদনাম করবে! একটা সময় আপনাকে দেয়া কথা, প্রতিজ্ঞা সব এক নিমিষেই ভুলে আপনার সাথে একটা সময় পরিচয় ছিল তাও মনে রাখবে না! কখনো তার দুঃখ, কষ্টে আপনিও কষ্ট অনুভব করে সান্ত্বনা দিয়ে পাশে ছিলেন তাও তার মনে পড়বে না! খেয়েছে কিনা, বাসায় ঠিক মতো ফিরলো কিনা, শরীর সুস্থ আছে কিনা রাত বিরাতে জিজ্ঞেস করে আপনি একটু স্বস্তির নিঃশ্বাস নিয়ে বলতেন আলহামদুলিল্লাহ ঠিক আছে এবার আমি শান্তি পেলাম বলতেন তাও তার কখনো খেয়ালই পড়বে না! কিন্তু ঠিকই তার প্রয়োজনে আপনার সাথে কত মিথ্যা নাটক করে গেলো আপনি একটি বারও বুঝতে পারবে না! এসব শুধু করে থাকে মাত্র মানুষ রুপী মনুষ্যত্বহীন অমানুষগুলো যারা নিজেকে সঠিক মানুষ দাবি করে!

আপনি যতই কিছু করেন না কেন মানুষ থেকে কষ্ট, অবহেলা, অপমান আর প্রতারিত হবেনই হবেন কিন্তু আপনার বাড়িতে পোষা নিষ্পাপ প্রাণীগুলোকে যতই ভালোবেসে কাছে টানবেন ততই আপনার মায়ায় আটকে গিয়ে সারাক্ষণ আপনার পাশে ঘুরাঘুরি করবে, রাতে আপনার পাশ ছাড়া ঘুমাবেই না, আপনি বাইরে গেলে অধীর আগ্রহে আপনার পথ চেয়ে অপেক্ষার প্রহর গুনবে। একটা সময় আপনি তাড়িয়ে দিলেও আবার আপনার কাছে ফিরে আসবে। এই প্রাণীগুলোও বুঝতে পারে ভালোবাসা কী কিন্তু মানুষ বুঝতে পারে না মায়া, ভালোবাসা কী!!

তাই নিষ্পাপ প্রাণীগুলোকে ভালোবাসা দেন কখনো আপনার ভালোবাসা মূল্যহীন হবে না। বিবেকহীন, মনুষ্যত্বহীন মানুষকে ভালোবাসার চেয়ে প্রাণীকে ভালোবাসা অনেক শ্রেয়। অন্তত প্রতারিত হয়ে কষ্ট পাবেন না।

পূর্ববর্তী নিবন্ধআধুনিকতার নামে মূল্যবোধের চরম অবক্ষয়
পরবর্তী নিবন্ধহল্যান্ড থেকে