নিষ্পাপ অটিজম ফাউন্ডেশন পরিচালিত নিষ্পাপ অটিজম স্কুল ও নিষ্পাপ সমন্বিত বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গত ২৮ ফেব্রুয়ারি শুক্রবার,নন্দীরহাট,১ নং দক্ষিণ পাহাড়তলি ওয়ার্ডস্থ নিষ্পাপ মায়াকানন ভবন সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম। ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি খোরশেদ আলম কাদেরীর সভাপতিত্বে ও ফাউন্ডেশনের যুগ্ম–সম্পাদক অধ্যাপক টিংকু চৌধুরীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন নিষ্পাপ অটিজম ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক প্রকৌশলী ঝুলন কুমার দাশ। শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই উল্লেখ করে বক্তব্য প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও উদ্বোধক অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম।
আরো বক্তব্য রাখেন বিশেষ অতিথি ফাউন্ডেশন উপদেষ্টা পরিষদ সচিব সাংবাদিক এম নাসিরুল হক, ফাউন্ডেশনের সহ–সভাপতি অধ্যাপক ড. সুদীপ পাল, কার্যনির্বাহী সদস্য এটিএম কামরুদ্দিন চৌধুরী তাহের, ডা. রায়হানা আহমেদ, মো. জমির হোসেন, স্কুল প্রধান শিক্ষক সোমা চক্রবর্তী প্রমুখ। পরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে দুই স্কুলের অংশগ্রহণকৃত ১৩০ জন প্রতিযোগীর মধ্যে যারা বিজয়ী হয়েছে তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।