নিষ্পাপ অটিজম ফাউন্ডেশনের সাধারণ সভা

| মঙ্গলবার , ২৩ মার্চ, ২০২১ at ৮:২০ পূর্বাহ্ণ

নিষ্পাপ অটিজম ফাউন্ডেশনের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন প্রফেসর ডা. বাসনা মুহুরী এবং সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হয়েছেন প্রকৌশলী ঝুলন কুমার দাশ। সভায় সর্বসম্মতিক্রমে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়। এছাড়া পিএইচপি ফ্যামিলির পরিচালক জহিরুল ইসলাম রিংকুকে চেয়ারম্যান এবং এম নাসিরুল হককে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।
গতকাল সোমবার এম নাসিরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত ১০ম বার্ষিক সাধারণ সভায় নতুন নির্বাহী সভাপতি হয়েছেন ওয়াগগাছড়া টি এস্টেট’র পরিচালক খোরশেদুল আলম কাদেরী। নন্দিরহাটস্থ স্থায়ী কমপ্লেক্সের নিষ্পাপ সমন্বিত স্কুলের হল রুমে অধ্যাপক টিংকু চৌধুরীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা সমাজ সেবা কাযালয়ের উপ-পরিচালক শহিদুল ইসলাম। সভা উদ্বোধন করেন পিএইচপি ফ্যামিলির পরিচালক জহিরুল ইসলাম, বার্ষিক রিপোর্ট পেশ করেন প্রকৌশলী ঝুলন কুমার দাশ, আর্থিক রিপোর্ট পেশ করেন আশুতোষ দে। সভায় বিশেষ অতিথি ছিলেন প্রণব সাহা বাবলু। আলোচনায় অংশ নেন মনোজ কান্তি দে, আশীষ বরণ রাহা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টদের ট্রেনিং প্রোগ্রাম
পরবর্তী নিবন্ধপ্রশিক্ষণই হচ্ছে জনশক্তি অর্জনের গুরুত্বপূর্ণ মাধ্যম