চতুর্দিকে মানুষগুলো কেমন যেন নিষ্ঠুর আর হায়েনার মতো হয়ে যাচ্ছে মানুষের মানবিক মূল্যবোধ হারিয়ে যাচ্ছে,সৎ ভালো মানুষগুলো নিজেকে গুটিয়ে নিচ্ছে, জানি না প্রকৃতির এটা কোন খেলা। বুকের ভেতরটা হু হু করে ওঠে। ভালোবাসা খুঁজতে ছুটে গেলাম ওই পাহাড় চূড়ায় সবুজের বুকে। নাহ্ নাহ্ সেখানেও নিষ্ঠুরতা বিরাজমান সর্বত্র। ঝরা পাতার মর্মর কান্নার সুর ছাড়া সেখানেও কিছু নেই। নেই টিনটিন পাখিটার ওড়াওড়ি। হলদে কুটুম পাখিটাও যেন পাথর চোখে তাকিয়ে আছে। প্রকৃতির নিষ্ঠুরতা দেখে সুর বাক্যহীন। আর সেখানে দেখলাম মানুষগুলো খোলশে মোড়া পুতুল। চাবি দেয়া পুতুল। মন নেই। ভালোবাসা নেই। চোখের ভাষায়ও কেমন যেন নিষ্ঠুরতা উপচে পড়ছে। রূঢ়তা, হিংস্রতা আমাদের এ পৃথিবীটাকে গ্রাস করে ফেলেছে। ভালোবাসাহীন রূঢ় এমন পৃথিবীতে কি আর কখনও সজীবতা ফিরবে? প্রেমিকের চোখে চোখ রেখে নতুন পৃথিবী গড়ার স্বপ্ন দেখবে না হয়তো আর কোন প্রেমিকা। আর কখনও পথ চেয়ে থাকবেনা হাতে একটু হাত রাখার জন্য।এ কোন যুগে এসে আমরা আমাদের নমনীয়তা, আদর, সোহাগ, শ্রদ্ধা, মায়ামমতা হারিয়ে ফেললাম। কিসের বিনিময়ে ফিরে পাবো আমরা আগের পৃথিবী। হে মহান সৃষ্টিকর্তা ফিরিয়ে দাও আমাদের সুন্দর পৃথিবী। ফিরিয়ে দাও সভ্যতা জ্ঞান, মানবতা, মানবিকতা, ভালোবাসা আর ভালোবাসা।