নিষ্ঠা ফাউন্ডেশনকে সুফি সেন্টারের সম্মাননা প্রদান

| বুধবার , ৬ সেপ্টেম্বর, ২০২৩ at ৫:৪৩ পূর্বাহ্ণ

আত্মার জমিনে হোক প্রেমের চাষাবাদ’শ্লোগানকে ধারণ করে সুফিধারায় প্রতিষ্ঠিত সুফি স্পিরিচুয়াল ফাউন্ডেশনের এক দশক পূর্তি উদযাপন উপলক্ষে চট্টগ্রাম প্রেসক্লাবস্থ বঙ্গবন্ধু হলে গত ২ সেপ্টেম্বর বিকেল ৫টায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

খাজা উসমান ফারুকীর সভাপতিত্বে এবং ড. শেখ সাদীর সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় ‘মানবিক কাজে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ’ নিষ্ঠা ফাউন্ডেশনকে সুফি সেন্টারের পক্ষে সুফি সম্মাননা স্মারক ও সনদ দেয়া হয়। প্রফেসর ড. শাহ কাওসার মুস্তাফা আবুলউলায়ী, প্রফেসর ড. কেম এম সাইফুল ইসলাম, শাহ সাঈদ আনোয়ার মোবারকী প্রফেসর ড. আনোয়ারুল্লাহ ভূঁইয়া, প্রফেসর ওসমান গনি, . রেজাউল হোসেন প্রমুখ অতিথি ক্রেস্ট ও সনদ তুলে দেন। নিষ্ঠা ফাউন্ডেশনের পক্ষে সম্মাননা গ্রহন করেন নিষ্ঠা ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি ও চবি অধ্যাপক ড. মুহাম্মদ নুর হোসাইন এবং নিষ্ঠার স্বেচ্ছাসেবকবৃন্দ। এ সময় নিষ্ঠার ফাইন্যান্স সেক্রেটারি প্রকৌশলী আরিফ উদ্দিন, পিআরও আল মামুন, সহকারি পিআরও আসিফ, স্বেচ্ছাসেবক প্রধান ফখরুল, রক্তসেবা প্রধান জাকারিয়া, আইটি প্রধান মেহরাজ, রবিন, হায়দার উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীতে ইনসানিয়াত বিপ্লবের পথসভা
পরবর্তী নিবন্ধচবি দর্শন বিভাগ সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ব্যাচ প্রতিনিধিদের সভা