সরকারি নিষেধাজ্ঞার মধ্যে সাগরে ইলিশ ধরায় ১১ জেলে এবং ৫ নৌকার মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার (৪ নভেম্বর) দুপুরে বঙ্গোপসাগরের কুমিরা-সন্দ্বীপ চ্যানেলে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত তাদের জরিমানা করে।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন রায়। অংশ নেন সহকারী কমিশনার (ভূমি) মো. রাশেদুল ইসলাম। বাংলানিউজ
ইউএনও মিল্টন রায় জানান, সরকারি নিষেধাজ্ঞার মধ্যে সাগরে ইলিশ ধরায় ১১ জেলেকে ২ হাজার করে ২২ হাজার এবং ৫ নৌকার মালিককে ৫ হাজার করে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি বলেন, “অভিযানে প্রায় ১ টন ইলিশ জব্দ করা হয়। জব্দ করা ইলিশ তাৎক্ষণিক নিলাম ডেকে ১ লাখ টাকায় বিক্রি করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৯টি জাল উদ্ধার করা হয়।”
অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা শামিম আহমেদ, মৎস্য দফতরের কর্মকর্তা এবং কোস্ট গার্ডের কুমিরা ইউনিটের সদস্যরা সহায়তা করেন।