নিষেধাজ্ঞা সত্ত্বেও হালদা থেকে বালু উত্তোলন

ইঞ্জিন চালিত নৌকা ও ট্রাক জব্দ

হাটহাজারী প্রতিনিধি | বুধবার , ১০ ফেব্রুয়ারি, ২০২১ at ১২:০৮ অপরাহ্ণ

নিষেধাজ্ঞা সত্ত্বেও হালদা নদী থেকে বালু উত্তোলন করায় চারটি ইঞ্জিন চালিত নৌকা ও বালুবাহী একটি ট্রাক জব্দ করেছে উপজেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার নদীর বিভিন্ন অংশে অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়। ইউএনও মোহাম্মাদ রুহুল আমিন বলেন, প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র এবং বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীর মা মাছ, জীব বৈচিত্র ও ডলফিন রক্ষায় নদীতে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে বালু উত্তোলনের দায়ে চারটি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করে ধ্বংস ও একটি বালুবাহী ট্রাক জব্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধগ্লোবাল টাচের ১৫ দিনব্যাপী ল্যাপটপ ফেয়ার শুরু
পরবর্তী নিবন্ধঅধ্যাপক প্রকৌশলী মৃণাল কান্তি বড়ুয়ার সম্মাননা ১২ ফেব্রুয়ারি