আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশ ‘সাংবিধানিকভাবে’ সংসদ নির্বাচন করছে, কোন দেশ কী নিষেধাজ্ঞা আনতে পারে, তা নিয়ে সরকারের ‘মাথাব্যথা’ নেই। গতকাল বুধবার দুপুরে তেজগাঁওয়ে আওয়ামী লীগের জেলা কার্যালয়ে কমনওয়েলথ প্রি–ইলেকশন অ্যাসেসমেন্ট মিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। বাংলাদেশি শ্রম অধিকারকর্মী কল্পনা আক্তারকে নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের করা মন্তব্য এবং নির্বাচন নিয়ে এক প্রশ্নে কাদের বলেন, এই মুহূর্তে আমরা কারো চিন্তাভাবনা নেতিবাচকভাবে নিচ্ছি না। এই কথাটা নিয়ে আমাদের অতটা মাথাব্যথাও নেই। খবর বিডিনিউজের।
তিনি বলেন, নিষেধাজ্ঞার কারণ কী? আমরা একটা স্বাধীন দেশ। আমাদের সংবিধান আছে, আমাদের ইলেকশন আমাদের সংবিধান অনুযায়ী হবে। কারো ইচ্ছায় তো আমাদের নির্বাচন হবে না। আমাদের ইচ্ছায় আমাদের নির্বাচন হবে।