নিষেধাজ্ঞা অমান্য করে ধরা ৪০ মণ ইলিশ এতিমখানায় বিতরণ

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২ নভেম্বর, ২০২৩ at ৬:১৬ পূর্বাহ্ণ

মা ইলিশ সংরক্ষণে পতেঙ্গা উপকূলীয় এলাকায় অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও মৎস অধিদপ্তর। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরার দায়ে দুটি ফিশিং বোট ও এক লাখ মিটার ইলিশ ধরার জাল ও ৪০ মণ ইলিশ মাছ জব্দ করা হয়েছে। গতকাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দিনের নেতৃত্বে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ। বাংলাদেশ নৌবাহিনীর লেফটেন্যান্ট আলী হাসান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দিন আজাদীকে বলেন, ইলিশ মাছ ধরায় নিষেধাজ্ঞা চলছে। দেশের ইলিশ সম্পদ উন্নয়নে জাটকা সংরক্ষণে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়। কিন্তু জেলেরা নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরছে। এ জন্য পতেঙ্গা উপকূলীয় এলাকায় অভিযান চালানো হয়েছে। মা ইলিশ রক্ষার এই অভিযানে দুটি ফিশিং বোট ও এক লাখ মিটার ইলিশ ধারার জাল এবং ৪০ মণ ইলিশ মাছ জব্দ করা হয়েছে। জব্দকৃত ইলিশ মাছ ১১টি এতিমখানা এবং ১০টি সরকারি শিশু পরিবারের মাছে বিতরণ করা হয়েছে। জব্দকৃত জাল ও বোট নৌবাহিনীর হেফাজতে দেওয়া হয়েছে। আমাদের এমন অভিযান চলমান থাকবে। জেলা প্রশাসনসূত্র জানায়, ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত মোট ২২ দিন ইলিশ রক্ষা অভিযানের অংশ হিসেবে মা ইলিশ ধরা ও বিক্রি নিষিদ্ধ ঘোষণা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধনিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ, মধ্যরাত থেকে সাগরে মাছ ধরা শুরু
পরবর্তী নিবন্ধগলায় ফাঁস দিয়ে ঋণগ্রস্ত ব্যবসায়ীর ‘আত্মহত্যা’