নিষিদ্ধ সময়ে ধরা ২ হাজার কেজি ইলিশ জব্দ করা হয়েছে। নগরীর পতেঙ্গা–ফৌজদারহাট লিংক রোড ও আকমল আলী ঘাটে অভিযান চালিয়ে এসব ইলিশ জব্দ করে ৫ লাখ ৮০ হাজার টাকায় প্রকাশ্য নিলামে বিক্রি করা হয়। গতকাল জেলা মৎস্য কর্মকর্তা ফারহানা লাভলীর নেতৃত্বে জেলা মৎস্য অধিদপ্তর এই অভিযান পরিচালনা করে। এ সময় মৎস্য জরিপ কর্মকর্তা মাহাবুবুর রহমান উপস্থিত ছিলেন। উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ কামাল উদ্দিন চৌধুরী জানান, ২০ মে থেকে আগামী ২৩ জুলাই পর্যন্ত বঙ্গোপসাগরে ৬৫ দিন মাছ ধরা বন্ধ রয়েছে। কিন্তু কিছু জেলে এই নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করছে। গতকাল অভিযানকালে আটককৃত ২ টন ইলিশ নিষিদ্ধ সময়ে শিকার করা। এসব মাছ নিলামে বিক্রি করে টাকা সরকারি কোষাগারে জমা দেয়া হয়েছে।