নিষিদ্ধ ছাত্রলীগের ‘গোপন’ বৈঠক : আরও ২ আসামি কারাগারে

| শনিবার , ২ আগস্ট, ২০২৫ at ১০:৪৮ পূর্বাহ্ণ

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় কার্যক্রম নিষিদ্ধ থাকা ছাত্রলীগের গোপন বৈঠকের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দুজনকে কারাগারে পাঠানো হয়েছে। শফিকুল ইসলাম সজীব এবং প্রীতম কুমার দে নামের ওই দুইজনকে গতকাল শুক্রবার আদালতে হাজির করা হলে ঢাকার মহানগর হাকিম মো. এহসানুল ইসলাম তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। খবর বিডিনিউজের।

প্রসিকিউশন পুলিশের এসআই জাকির হোসেন জানান, মামলার তদন্ত কর্মকর্তা ডিবির গুলশান বিভাগের পরিদর্শক মো. জেহাদ হোসেন এদিন দুই আসামিকে আদালতে হাজির করে কারাগারে রাখার আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবীরা তাদের জামিন চেয়ে শুনানি করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। বৃহস্পতিবার বিকেলে রাজবাড়ী জেলা থেকে সজীব ও প্রীতমকে গ্রেপ্তার করে পুলিশ।

ভাটারা থানার এসআই জ্যোতির্ময় মণ্ডল গত ১৩ জুলাই সন্ত্রাসবিরোধী আইনে এ মামলা দায়ের করেন। মামলায় বলা হয়, গত ৮ জুলাই বসুন্ধরাসংলগ্ন কে বি কনভেনশন সেন্টারে নিষিদ্ধ ছাত্রলীগ গোপন বৈঠকের আয়োজন করে। দিনভর বৈঠকে ছাত্রলীগ, আওয়ামী লীগ ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা মিলে অংশ নেন তিন থেকে চারশ জন। সেখানে তারা ‘সরকারবিরোধী স্লোগান’ দেন। মামলার এজাহারে বলা হয়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ পেলে সারা দেশ থেকে ঢাকায় লোক জড়ো করা, শাহবাগ মোড় দখল করে ‘অস্থিতিশীল পরিস্থিতি’ সৃষ্টি করা, মানুষের মধ্যে ‘আতঙ্ক সৃষ্টি করে’ শেখ হাসিনার দেশে ফেরা নিশ্চিত করার মত পরিকল্পনা করা হয় সেখানে। এ মামলায় এ পর্যন্ত ২২ জনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধআমন ধান চাষে কৃষকের ব্যস্ততা
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু