কর্ণফুলীর আলোচিত–সমালোচিত ‘ভাইরাল দিদার’কে গ্রেপ্তার করেছে পুলিশ। তার পুরো নাম দিদার হোসাইন চৌধুরী। গতকাল সোমবার বিকেলে নগরীর চকবাজার মেডিকেল এলাকা থেকে কর্ণফুলী থানা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ।
গ্রেপ্তার দিদার কর্ণফুলীর চরলক্ষ্যা ইউনিয়নের ২ নাম্বার ওয়ার্ডের বাসিন্দা। তার পিতার নাম আবুল কালাম। স্থানীয়ভাবে সে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা হিসেবে পরিচিত হলেও তার সুনির্দিষ্ট পদ–পদবি জানা যায়নি।
তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে দিদার নিজের ফেসবুক পেজে আওয়ামী লীগ ও সমন্বয়কদের নিয়ে নানা সমালোচনামূলক ভিডিও প্রকাশ করেছিলেন। এসব ভিডিওতে কর্ণফুলী আওয়ামী লীগের একাধিক নেতাকর্মীর অতীত ইতিহাস ও ব্যক্তিগত ঘটনা নিয়ে বিস্ফোরক মন্তব্য করতেন তিনি। ভিডিওর কমেন্ট বঙেও চলত নানামুখী বিতর্ক। গ্রেপ্তারের মাত্র তিন ঘণ্টা আগে দিদার তার ফেসবুকে লিখেছিলেন ‘আল্লাহ ভরসা। বিনাদোষে, বিনা অপরাধে, যারা আজ আমাকে আমার পরিবার থেকে পৃথক করিয়েছে, তাদের জন্য মনভরে দোআ করি ভাই’। ওসি মুহাম্মদ শরীফ বলেন, নগরীর চকবাজার মেডিকেল এলাকা থেকে দিদারকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে কর্ণফুলী থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।