যাবার তাড়া নেই
মেঘেদের সাথে হেঁটে যাবো,
যেখানে ধূতির কোচের মতো দুলে সুখের যাযাবর।
লোপাট হয় অনাদরের ঘোলাটে আর্তনাদ।
প্রহর কাটে , বেহাত হওয়া শস্যের বিভূতি শরীর।
আছড়ে পড়ে কাকভেজা মাটিতে সমুদ্র সংস্কার।
যাবার কোন তাড়া নেই;
যত্নে লুকিয়ে রেখেছি
বর্ষাতি আকাশে নীল নীল মেঘ।
পাখিদের ডানায় মেঘল বিকেল।
আড়ালে সরিয়ে রেখে যাবো,
ইচ্ছের চরাচরে মায়ার বৃষ্টি।
প্রাক্তন পদচ্ছাপ ঘুছিয়ে রাখবো পরিপাটি আলনায়।
আঁকবো শিরা কাটা দুঃখের, নির্বান্ধব ছাতিম গাছ।
যার মগ ডালে বসে খুঁটে খুঁটে খাবো সময়ের জাবর।
চৌহদ্দি পেরিয়ে ধেয়ে আসুক ঘন অন্ধকার,
তবুও যাবার তাড়া নেই –
বুকের উঠোনে একাকী শ্মশান ঘুমায়।







