নির্মূল কমিটি আন্দোলনে নতুন মাত্রা যুক্ত করতে চায়

চট্টগ্রামের ঈদ পুনর্মিলনী ও সাংগঠনিক সভায় বক্তারা

| রবিবার , ২১ এপ্রিল, ২০২৪ at ৮:১৯ পূর্বাহ্ণ

বর্তমানে বাংলাদেশে এবং বহির্বিশ্বে ধর্মের নামে উগ্রতা, হত্যা, সন্ত্রাস, সংঘাত যেভাবে বৃদ্ধি পাচ্ছেধর্মনিরপেক্ষ মানবতার আন্দোলন শক্তিশালী করার কোনও বিকল্প নেই। গত ৩২ বছর ধরে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যুদ্ধাপরাধীদের বিচারের পাশাপাশি বাংলাদেশের রাজনীতি, সমাজ ও সংস্কৃতির মৌলবাদীকরণ ও সামপ্রদায়িকীকরণের বিরুদ্ধে ধারাবাহিকভাবে আন্দোলন করছে। জাতীয় সম্মেলনের মাধ্যমে নির্মূল কমিটি আন্দোলনে নতুন মাত্রা যুক্ত করতে চায়।সংগঠনের চট্টগ্রাম জেলার ঈদ পুনর্মিলনী ও জাতীয় সম্মেলন উপলক্ষে আয়োজিত জরুরি সাংগঠনিক সভায় জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সভায় বক্তারা এসব কথা বলেন। গতকাল শনিবার চেরাগী পাহাড়স্থ বঙ্গবন্ধু ভবনের ৩য় তলায় চট্টলবন্ধু এস এম জামাল উদ্দিন মিলনায়তনে সভায় আগামী ৩ মে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির জাতীয় সম্মেলন সফল করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে নির্মূল কমিটি চট্টগ্রাম জেলা। জেলা কার্যকরী সভাপতি অধ্যাপক ড. আলা উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় সমন্বয়ক শওকত বাঙালি।মো. অলিদ চৌধুরীর সঞ্চালনায় আলোচনায় অংশ নেনস্বপন সেন, দীপংকর চৌধুরী কাজল, অধ্যাপক সিরাজুল আলম, এ কে এম জাবেদুল আলম সুমন, কাজী রাজিশ ইমরান, দেবাশীষ আচার্য্য, এম.এ মান্নান শিমুল, সূচিত্রা গুহ টুম্পা, সাহাব উদ্দিন আওরঙ্গজেব (আঙুর), রুবেল আহমেদ বাবু, আবু সুফিয়ান, আলী আকবর বাবুল, রাহুল দত্ত, মো. মাহাতাব হোসেন সজিব, মাহমুদুল করিম, মরিয়ম আক্তার মুক্তা, অ্যাডভোকেট রুবেল পাল, শিক্ষিকা সৈয়দা তাহমীনা সুলতানা, কানিজ ফাতেমা লিমা, রুবেল চৌধুরী, রাজীব চৌধুরী রাজু, অ্যাডভোকেট মো. সাহাব উদ্দিন, প্রণব দাশ, অনিন্দ্য মজুমদার অথৈ, সুমন সায়েদ সিদ্দিকী, নাজমুল হক ভূঁইয়া, শওকত খান, জয়নুদ্দীন জয়, কাজী রোকনুজ্জামান রোকন, ইমন শীল, জিয়াউল হক জিবলু, মো. জামশেদুল ইসলাম, মো. রায়হান, লায়ন শেখর দত্ত, সাদ্দাম হোছাইন, রুবেল দেবনাথ, সুমন দাশ, সজল দাশ, শিমুল দত্ত, সামাদ নাহিয়ান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধতুরস্কে আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিচ্ছেন সাইফুদ্দীন মাইজভাণ্ডারী
পরবর্তী নিবন্ধব্যাংকান্স্যুরেন্স ব্যবসা শুরুর অনুমতি পেল প্রাইম ব্যাংক পিএলসি