নির্মাতার মৃত্যুবার্ষিকীতে ‘ভাত দে’

| শুক্রবার , ১৩ ডিসেম্বর, ২০২৪ at ৯:৪৮ পূর্বাহ্ণ

নির্মাতা আমজাদ হোসেন ছিলেন একাধারে সাহিত্যিক, কাহিনিকার ও সংলাপ রচয়িতা। তার সৃষ্টি কালজয়ী সিনেমা ‘ভাত দে’, যা অমর হয়ে আছে বাংলা সিনেমার ইতিহাসে। ২০১৮ সালের ১৪ ডিসেম্বর না ফেরার দেশে পাড়ি জমান আমজাদ হোসেন।

কিংবদন্তির ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে চ্যানেল আই পর্দায় বিশেষভাবে সমপ্রচার হবে ‘ভাত দে’ সিনেমাটি। চ্যানেল কর্তৃপক্ষ জানিয়েছে, গতকাল শনিবার চ্যানেল আইএর পর্দায় দেখানো হবে সিনেমাটি। জীবন ঘনিষ্ঠ সামাজিক কাহিনির প্রেক্ষাপটে নির্মিত সিনেমা ‘ভাত দে’। সিনেমায় একজন নারীর জীবনের নানা টানাপড়েনের গল্প উঠে এসেছে। কাহিনিতে তৎকালীন সমাজের বাস্তব চিত্র ফুটিয়ে তুলেছিলেন আমজাদ হোসেন। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাবানা, আলমগীর, রাজীব, আনোয়ার হোসেন, আনোয়ারা, আঁখি আলমগীর, জাহানারা ভূঁইয়া, টেলি সামাদ, আখতার হোসেন প্রমুখ। ‘ভাত দে’ সিনেমার কাহিনি, সংলাপ, চিত্রনাট্য এবং পরিচালনা করেছেন আমজাদ হোসেন। কালজয়ী সিনেমাটি ৯টি ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে।

এ বছর সিনেমাটি মুক্তির চার দশক পূর্ণ করছে। ‘ভাত দে’ ছাড়াও আমজাদ হোসেনের আরেকটি বিখ্যাত সিনেমা হলো ‘গোলাপী এখন ট্রেনে’। সিনেমাটি ১১টি শাখায় জাতীয় পুরস্কার পায়। ‘গোলাপী এখন ট্রেনে’ ও ‘ভাত দে’ চলচ্চিত্রের জন্য তিনি শ্রেষ্ঠ পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। শিল্পকলায় অবদানের জন্য বাংলাদেশ সরকার আমজাদ হোসেনকে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান একুশে পদক (১৯৯৩) ও স্বাধীনতা পুরস্কারে ভূষিত করেছে।

পূর্ববর্তী নিবন্ধপ্রথম সিনেমার আগেই দ্বিতীয় সিনেমা নিয়ে প্রেক্ষাগৃহে মেহজাবীন
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৪.২৭ কোটি টাকা