চট্টগ্রামে বে-টার্মিনাল নির্মাণ প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে জার্মানির চার প্রতিষ্ঠানকে নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। গতকাল (বুধবার) দুপুরে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ভার্চ্যুয়ালি যুক্ত থেকে সভায় সভাপতিত্ব করেন।
সভায় ১৫টি প্রস্তাব উপস্থাপিত হয়। সবগুলো প্রস্তাবই অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন চট্টগ্রাম বন্দর কর্তৃক ‘বে-টার্মিনাল নির্মাণ’ প্রকল্পে পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে যৌথভাবে জার্মানির চার প্রতিষ্ঠানকে নিয়োগ দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো সেলহর্নের, ডব্লিউএসপি, কেএস এবং অ্যাকোয়া। এতে মোট ব্যয় হবে ৫১ কোটি ২৯ লাখ ৯৯ হাজার ৯৯৯ টাকা।