নির্মাণাধীন সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু

লোহাগাড়া প্রতিনিধি | বুধবার , ৩১ জুলাই, ২০২৪ at ১১:২৬ পূর্বাহ্ণ

লোহাগাড়ার বড়হাতিয়ায় নির্মাণাধীন সেপটিক ট্যাংকে পড়ে মোহাম্মদ ফাহিম (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের দক্ষিণ চাকফিরানী ঘোনারমোড় এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ফাহিম ওই এলাকার প্রবাসী মোহাম্মদ দেলোয়ারের পুত্র। সে স্থানীয় বায়তুল ফজিলত এবতেদায়ী মাদ্‌রাসার দ্বিতীয় শ্রেণীর ছাত্র।

স্থানীয়রা জানান, ফাহিমের বসতঘরের সামনে বাথরুমের সেপটিক ট্যাংক নির্মাণের কাজ চলছিল। বৃষ্টির কারণে সাত ফুট গভীর ট্যাংকের মধ্যে ৫ ফুট পর্যন্ত পানি জমে যায়। গতকাল সে খেলাচ্ছলে ট্যাংকে জমা পানি বোতলে ঢুকানোর চেষ্টা করছিল। এই সময় অসাবধানতাবশত ট্যাংকে পড়ে ডুবে যায় ফাহিম। এক পর্যায়ে পরিবারের লোকজন তাকে ট্যাংকের ভেতর দেখে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়।স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ ওসমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাথরুমের সেপটিক ট্যাংকে জমে যাওয়া পানিতে ডুবে মারা যাওয়া শিশুর মরদেহ দাফনের প্রস্তুতি চলছে। শিশুটির মৃত্যুতে স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

পূর্ববর্তী নিবন্ধরাউজান পৌরসভার প্রায় ১৮৪ কোটি টাকার বাজেট ঘোষণা
পরবর্তী নিবন্ধসংস্কারহীন দীর্ঘদিন, জন ও যান চলাচলে দুর্ভোগ