নির্মাণাধীন ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

লামা প্রতিনিধি | বুধবার , ২৩ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:১৮ পূর্বাহ্ণ

নির্মাণাধীন চারতলা ভবন থেকে পড়ে মো. মামুন (২৪) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের রেপারপাড়ি এলাকায় ঘটনা ঘটে। নিহত মামুন আলীকদম চৈক্ষং ইউনিয়নের রেপারপাড়ী বাজার পাড়ার বাসিন্দা আলি নেওয়াজের ছেলে। চৈক্ষ্যং আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন ও স্থানীয় সূত্র জানায়, সে আলীকদমের চৈক্ষ্যং আদর্শ উচ্চ বিদ্যালয়ের নির্মাণাধীন ৪তলা ভবনে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতো। মঙ্গলবার দুপুরের খাবারের পর সে প্রতিদিনের ন্যায় কাজে যোগ দেয়। দুপুর সাড়ে ৩টার দিকে ৪তলা ভবন থেকে অসাবধানতাবশত পড়ে যায়। সঙ্গীয় শ্রমিকরা উদ্ধার করে লামা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আলীকদম থানা অফিসার ইনচার্জ মো. নাছির উদ্দিন সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

পূর্ববর্তী নিবন্ধবিপি দিবস উপলক্ষে জেলা স্কাউটসের সভা
পরবর্তী নিবন্ধমহামুনিতে মা ও শিশু হাসপাতাল হবে