চট্টগ্রাম বিভাগীয় নির্মাণ শ্রমিক ইউনিয়নের এক আলোচনা সভা ২নং গেইটস্থ শেখ ফরিদ মার্কেটের কার্যালয়ে সংগঠনের সভাপতি হাজী নুরুল আমিনের সভাপতিত্বে গত শনিবার অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন শামসুল ইসলাম, তোফায়েল আহমদ, নুর মোহাম্মদ, খোকন, কাইয়ুম প্রমুখ। এতে বক্তারা বলেন, নির্মাণ শ্রমিকরা করোনায় ১দিন কাজ করলে ৩দিন বেকার। এর মধ্যে নির্মাণ শ্রমিকদের পাওনা নিয়ে তালবাহনা শুরু করেছে বিল্ডিং মালিকরা। বক্তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে শ্রমিকরা আজ দিশেহারা। দিনশেষে উপার্জিত আয় দিয়ে সংসার চালানো কষ্টকর হয়ে গেছে। রেশনকার্ডের মাধ্যমে ন্যায্যমূল্যে চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সরবরাহে মেয়র ও স্থানীয় প্রশাসনের সহযোগিতা কামনা করেন নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।