নির্মাণ আবৃত্তি অঙ্গন ও আবৃত্তি চর্চা কেন্দ্রের অনুষ্ঠান

| রবিবার , ৩০ অক্টোবর, ২০২২ at ১০:৫৮ পূর্বাহ্ণ

ঘুর্ণিবায়ুর শঙ্কা কাটিয়ে প্রকৃতিতে যখন আস্তে আস্তে শীতের ছোঁয়া লাগতে শুরু করেছে, সন্ধ্যাগুলো সুরভিত হয়ে উঠছে ফুলেল স্নিগ্ধতায়, তখন মন চায় আবৃত্তির মূর্ছনায় নিজেকে ভাসাতে। সেই লক্ষে নগরীর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে গতকাল শুক্রবার অনুষ্ঠিত হল আবৃত্তি অনুষ্ঠান ‘সৃজনে স্বজনে’।

নির্মাণ আবৃত্তি অঙ্গন এবং চট্টগ্রাম আবৃত্তি চর্চা কেন্দ্রের যৌথ আয়োজনে একক আবৃত্তি নিবেদন করেন দুই সংগঠনের নির্বাচিত আটজন আবৃত্তি শিল্পী। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা, মানবতা, প্রেম এবং প্রকৃতি পর্যায়ের ৪টি করে কবিতার আবৃত্তি উপস্থাপন করেন শিল্পীরা।

চট্টগ্রাম আবৃত্তি চর্চা কেন্দ্রের সভাপতি এহতেশামুল হকের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন নির্মাণ আবৃত্তি অঙ্গনের সভাপতি মাহবুবুর রহমান। অতিথি নাট্যজন প্রদীপ দেওয়ানজী আয়োজনের প্রশংসা করে বলেন, এরকম যৌথ আয়োজন সাহস দেয় যুথবদ্ধ পথচলায়। তিনি আবৃত্তিশিল্পীদের সাহস যুগিয়ে নিজেদের চর্চাকে আরো ঋদ্ধ করতে বলেন। নেপথ্য সংগীত সংযোজন করেন চট্টগ্রাম আবৃত্তি চর্চা কেন্দ্রের শিল্পী সায়ন্তন ভট্টাচার্য। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচিটাগাং উইম্যান চেম্বারে লেদার প্রোডাক্ট প্রোডাকশন প্রশিক্ষণ শুরু
পরবর্তী নিবন্ধশিক্ষা প্রতিষ্ঠানে রেড ক্রিসেন্টের কার্যক্রম আরো বেগবান করতে হবে