প্রাযুক্তিক অবক্ষয়ের শিকার যুব তরুণদের মাঝে সুস্থ মননশীল নির্মল সংস্কৃতি ছড়িয়ে দেয়া, আকাশ সংস্কৃতির আগ্রাসন থামানো এবং তারুণ্যের শক্তিকে দেশ জাতি গঠনে কাজে লাগানোর আহ্বান জানানোর মধ্যদিয়ে হিজরি নববর্ষ ১৪৪৫ কে বরণ করা হয়েছে। হিজরি নববর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে নগরীর বহদ্দারহাটস্থ আরবি কনভেনশন হলে হিজরি নতুন বছর বরণ ও ১৪৪৪ বছরকে বিদায় জানানো হয়। হামদ্, না’তে রাসূল (দ.),জাতীয় সঙ্গীত, গজল, বর্ষবরণ ও বর্ষবিদায় সঙ্গীত, দেশাত্মবোধক গান, নজরুল সঙ্গীতসহ উজ্জীবনধর্মী নানা গান ও সঙ্গীত পরিবেশনের মাধ্যমে হিজরি নতুন বছরকে বরণ করে নেন বিভিন্ন ইসলামী সাংস্কৃতিক সংগঠনের খুদে শায়ের ও শিল্পীরা।
এতে সভাপতিত্ব করেন হিজরি নববর্ষ উদযাপন পরিষদের চেয়ারম্যান পীরজাদা মাওলানা মুহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ্। বর্ষবরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, যুব তরুণরাই দেশের বড় সম্পদ। অথচ তারা আজ নানাভাবে অবক্ষয় ও বিপথগামিতার শিকার। তথ্য যোগাযোগ প্রযুক্তিকে জ্ঞান অর্জনে ও আত্মগঠনে কাজে না লাগিয়ে তারা প্রাযুক্তিক অবক্ষয়ে নিমজ্জিত। বিশাল তারুণ্যের শক্তিকে অবক্ষয়ের অন্ধকার পথ থেকে ফিরিয়ে আনতে হবে। জাতীয় চেতনাধর্মী সুস্থ নির্মল সংস্কৃতি সর্বত্র ছড়িয়ে দিয়ে অপসংস্কৃতি ও অবক্ষয়ের রাশ টেনে ধরার আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চেয়ারম্যান মাওলানা এম এ মতিন। উদ্বোধক ছিলেন চট্টগ্রাম চেম্বারের সাবেক পরিচালক মুহাম্মদ আলমগীর পারভেজ। মুখ্য আলোচক ছিলেন গবেষক–সংগঠক অ্যাডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার। হিজরি নববর্ষ উদযাপন পরিষদের মহাসচিব মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন আল্লামা সৈয়দ মুহাম্মদ অছিউর রহমান আল কাদেরী, আল্লামা হাফেজ মুহাম্মদ সোলায়মান আনসারী, আল্লামা আবু সুফিয়ান আল কাদেরী, অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ তৈয়ব আলী, আল্লামা আবুল আসাদ মুহাম্মদ জুবাইর রেজবী, এডভোকেট মুহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী।
অতিথি ও আলোচক ছিলেন মাওলানা রেজাউল করিম তালুকদার, এম এ মাবুদ, সৈয়দ মুহাম্মদ হোসেন, ইঞ্জিনিয়ার মুহাম্মদ নূর হোসাইন, আবু নাসের মুহাম্মদ তৈয়ব আলী, নাসির উদ্দিন মাহমুদ, মাস্টার মুহাম্মদ আবুল হোসাইন, মুহাম্মদ আবদুল্লাহ, অধ্যাপক মুহাম্মদ শাহাজান, অধ্যাপক মীর আব্দুর রহিম মুনিরী, মুহাম্মদ আলী হোসাইন, মুহাম্মদ মহিউল আলম চৌধুরী, সৈয়দ মুহাম্মদ আবু আজম, আ ব ম খোরশিদ আলম খান, মাওলানা করিম উদ্দিন নুরী, মাওলানা শেখ আরিফুর রহমান, মুফতি মাওলানা গোলাম কিবরিয়া আজহারী, মাওলানা হাসান আল–আজহারী, মুহাম্মদ আবদুল করিম সেলিম, মাওলানা ইকবাল হোসাইন আল কাদেরী, এডভোকেট রেজাউল করিম বাবর, মাওলানা মুহাম্মদ আলী সিদ্দিকী, জি এম শাহাদত হোসাইন মানিক, মুহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী, মুহাম্মদ এমরানুল ইসলাম, মুহাম্মদ হাবিবুল মোস্তাফা সিদ্দিকী, হোসাইন মুহাম্মদ এরশাদ, মুহাম্মদ সালাহ উদ্দিন খোকন, মুহাম্মদ বদরুল হুদা তারেক, মুহাম্মদ সরওয়ার উদ্দীন চৌধুরী, আবদুল্লাহ আল জাবের, কাজী মুহাম্মদ আরাফাত, নূর রায়হান চৌধুরী, মুহাম্মদ ওসমান গনি কাদেরী, মহিউদ্দিন তানভীর, সাইফুল ইসলাম, মুহাম্মদ মিনহাজুল আবেদীন, আবরার উল্লাহ সাদমান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।