নির্বিঘ্নে উৎসবমুখর পরিবেশে হবে শারদীয় দুর্গোৎসব

রাউজানে পূজা কমিটির সাথে মতবিনিময়ে ডিআইজি

রাউজান প্রতিনিধি | রবিবার , ৬ অক্টোবর, ২০২৪ at ৬:৩৭ পূর্বাহ্ণ

রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দকে সাথে নিয়ে রাউজানে কয়েকটি পূজামণ্ডপে ঘুরে প্রস্তুতি দেখেছেন চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত ডিআইজি আহসান হাবিব পলাশ। পরিদর্শনকালে তিনি পূজা কমিটি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন । গতকাল শনিবার জগন্নাথ সেবাশ্রম পূজা মণ্ডপে মতবিনিময়কালে তিনি বলেন, যারা অপরাধ কর্মে লিপ্ত হয় তাদের পরিচয় দুর্বৃত্ত। সমাজে অশান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে রাউজানের সর্বস্তরের মানুষ সজাগ রয়েছে। তিনি বলেন, নির্বিঘ্নে উৎসবমুখর পরিবেশে পালিত হবে শারদীয় দুর্গোৎসব। এ লক্ষ্যে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুণ পালিত বাসুর সভাপতিত্বে ও তরুণ বিশ্বাস অরুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার রায়হান উদ্দিন খান,অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান, সহকারী কমিশনার ভূমি রিদুয়ানুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (রাঙ্গুনিয়া) সার্কেল হুমায়ন কবির, রাউজান থানার ওসি মীর মাহাবুর রহমান, উত্তর জেলা বিএনপির সদস্য আবু জাফর চৌধুরী, উপজেলা জামায়াত ইসলামীর সভাপতি শাহজাহান মঞ্জু, পৌরসভার সভাপতি বেলাল হোসাইন, বিএনপি নেতা ফয়জুর ইসলাম টিপু, সৈয়দ মনজুরুল হক, রেজাউল রহিম আজম, সাবের সুলতান কাজল, রাসেল খান, টিপু দে, সুমন দাশ গুপ্ত, পৌর পৌজা উদযাপন পরিষদের সভাপতি সজিব দে, দীপ্ত চৌধুরী প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম চেস্‌ একাডেমির অনূর্ধ্ব-১৭ দাবা টুর্নামেন্টের উদ্বোধন
পরবর্তী নিবন্ধনারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত নিউজিল্যান্ড ম্যাচে রান আউট বিতর্ক