কদর্যের অজুহাত তুলে, কত কিছুই
আমাকে দেখতে দিলে না;
আজ সেই সৌন্দর্যের কতটুকু অবশিষ্ট আছে?
তুমিই বলো না।
সময়ে গড়িয়ে গেছে বেলা —
যৌবনও থেমে নেই আর;
সেই কবে কী ভেবে অন্তর্ধান হলে ;
আর দেখা হল না তোমার আমার !
অদেখার অতৃপ্তি আমাকে কতটা পোড়ায় –
নিলে না খবর তুমি তার ;
যে দেখা বাকি রয়ে গেল
সে কথা কি মনে পড়ে কখনো তোমার?
যদিও বা মনে পড়ে; কী দেবে আমাকে –
লজ্জার প্রহর শেষে,
আমাকে দেখাবার তাড়না যদিও বা জাগে;
তুমি রিক্ত দেখ অবশেষে!
যে মন দেবে বলে সাজিয়ে রেখেছ,
যে রূপ করেছ গোপন ;
আজ তা নির্বাসিত, সময়ের কারাবাসে,
তুমি আর হলে না আপন।