আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাঙ্গুনিয়া উপজেলা জুড়ে মাঠে নেমেছেন দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. এটিএম রেজাউল করিম। গতকাল বৃহস্পতিবার তিনি রাঙ্গুনিয়া পৌরসভার রোয়াজাহাট বাজার ও বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেন।
গণসংযোগকালে দোকানপাট, পথচারী, ব্যবসায়ী, রিকশাচালক থেকে শুরু করে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় ও মতবিনিময় করেন তিনি। এসময় জনগণের উদ্দেশে ডা. রেজাউল করিম বলেন, এই নির্বাচন আমার একার নয়, এটি রাঙ্গুনিয়ার মানুষের আশা–ভরসার নির্বাচন। আপনাদের ভোটই হবে পরিবর্তনের সূচনা। আমি চিকিৎসক হিসেবে জীবনের অনেকটা সময় মানুষের সেবায় দিয়েছি। এবার আপনাদের ভোটে নির্বাচিত হয়ে রাঙ্গুনিয়ার প্রতিটি ঘরে সেবার আলো পৌঁছে দিতে চাই। রাস্তাঘাট, স্বাস্থ্যসেবা, শিক্ষা, কৃষি ও কর্মসংস্থান সব ক্ষেত্রে দৃশ্যমান পরিবর্তন আনাই আমার লক্ষ্য। আমি রাজনীতিতে এসেছি সেবার জন্য, ক্ষমতার জন্য নয়।
পৌরসভার উন্নয়ন প্রসঙ্গে ডা. রেজাউল করিম বলেন, রাঙ্গুনিয়া পৌরসভা হবে উন্নয়ন ও শৃঙ্খলার মডেল। এখানে কেউ বঞ্চিত থাকবে না। গণসংযোগে জাফরুল ইসলাম তালুকদার, ইঞ্জিনিয়ার রেজভী, মো. গিয়াস উদ্দীন, শেখ কাফি, আজম ওমরসহ ব্যবসায়ী, তরুণ ও প্রবীণ নাগরিকেরা উপস্থিত ছিলেন।











