চট্টগ্রাম–১৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিন বলেছেন, নির্বাচিত হলে সাতকানিয়াবাসীর সেবক হিসেবে কাজ করবো। কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের মুখে হাসি ফুটানোর জন্য কাজ করে যাবো। তিনি গতকাল শুক্রবার দিনব্যাপী সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ফুলতলা বাজার, বকশিখীল, শুরাগুরি ও কাজীর বাড়ি এলাকায় ধানের শীষ প্রতীকের সমর্থনে গণসংযোগ ও পথসভায় বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন। গণসংযোগ ও পথসভায় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ মহিউদ্দিন, উপজেলা বিএনপি নেতা গিয়াস উদ্দিন, কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ–সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. মহসিন, সৌদি আরব কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলী চৌধুরী, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ফিরোজ, মো. আরিফ, যুবদল নেতা মো. ফারুক, ইলিয়াছ, এরশাদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












