নির্বাচিত হলে সর্ব প্রথম এই এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতার দুর্ভোগ নিরসন করবো

আগ্রাবাদ সিডিএ এলাকায় গণসংযোগে জাপা প্রার্থী আবু তাহের

| সোমবার , ২৬ জানুয়ারি, ২০২৬ at ৮:৩৩ অপরাহ্ণ

চট্টগ্রাম-১১ বন্দর- পতেঙ্গা আসনের জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জাতীয় পার্টি কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগর আহ্বায়ক আলহাজ্ব আবু তাহের গতকাল সোমবার দুপুরের পর থেকে ডবলমুরিং থানাধীন ২৭ নং ওয়ার্ডের আগ্রাবাদ ১নং রোড থেকে ইসলামিয়া ব্রিক ফিল্ড ছোটপুল, বেপারীপাড়া, বলিপাড়া এলাকায় গণসংযোগ করেন।

গণসংযোগকালে তিনি ডবলমুরিং থানার ২৭ নং ওয়ার্ডে লাঙ্গল প্রতীকের অফিস উদ্বোধন করেন।

গণসংযোগ ও উদ্বোধনী অনুষ্ঠানে জাপা প্রার্থী আবু তাহের বলেন, আগ্রাবাদ সিডিএ, ছোটপুল, বেপারীপাড়া, বলিপাড়া এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ-জলবদ্ধতা নিরসনে কোন জনপ্রতিনিধি ভূমিকা রাখেনি। জলাবদ্ধ এই এলাকার মানুষ নিত্য সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। আমি আপনাদের এলাকার সন্তান হিসেবে কথা দিয়ে যাচ্ছি-আপনাদের দোয়া এবং ভোটে আমি নির্বাচিত হলে এই এলাকার জলাবদ্ধতা সবার আগে নিরসন করবো। আমি লাঙ্গল প্রতীকের প্রার্থী হয়ে আপনাদের দোয়া চাইতে এসেছি।

এসময় তার সাথে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী ও সমর্থকরা দীর্ঘ গণসংযোগে অংশগ্রহণ করেন। গণসংযোগকালে আবু তাহের স্থানীয় জনগন ও ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

ডবলমুরিং থানার ২৭ নং ওয়ার্ডের লাঙ্গল প্রতীকের অফিস উদ্বোধনী অনুষ্টানে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টি যুগ্ম আহবায়ক নাছির উদ্দীন সিদ্দিকী, আবছার উদ্দিন রনি, চট্টগ্রাম উওর জেলা জাতীয় পার্টি সদস্য সচিব এম শফিউল আজম চৌধুরী লিটন, ইপিজেড থানার সভাপতি জহুর উদ্দিন জহির, ডবলমুরিং থানা জা-পা আহবায়ক আকতার উদ্দিন, সদস্য সচিব মোহাম্মদ আরমান মিয়া, যুগ্ম আহবায়ক ও সভার সভাপতি আবুল ফয়েজ, ২৭ নং জা-পা সভাপতি মোহাম্মদ সাইদ, সাংগঠনিক সম্পাদক রবিউল হোসেন, প্রচার সম্পাদক জিয়ারুল হক, আকতার উদ্দিন।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে আন্তর্জাতিক কুম্ভমেলায় সাধু সম্মেলন অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধএবার এরশাদ উল্লাহর বক্তব্য চলাকালীন ককটেল বিস্ফোরণ