চট্টগ্রাম–১০ আসনের উপ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পাওয়ার পর মহিউদ্দিন বাচ্চু তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমার মতো রাজপথের একজন তৃণমূলের কর্মীকে মাননীয় প্রধানমন্ত্রী মূল্যায়ন করেছেন। প্রধানমন্ত্রী আমার উপর যে আস্থা ও বিশ্বাস রেখে দল থেকে মনোনয়ন দিয়েছেন– নির্বাচিত হলে প্রধানমন্ত্রীর আস্থা এবং বিশ্বাসের মূল্য রাখবো। আমি রাজপথের কর্মী, আজীবন রাজপথে ছিলাম, জনগণের পাশে ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকব।
প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে গতকাল সোমবার রাত সোয়া ৯টায় আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় চট্টগ্রাম–১০ আসনের উপ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় প্রার্থী হিসেবে মহিউদ্দিন বাচ্চুকে দল থেকে মনোনয়ন দেয়া হয়। মনোনয়ন বোর্ডের সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।