নির্বাচিত হলে এলাকার জলাবদ্ধতার দুর্ভোগ নিরসন করবো

আগ্রাবাদ সিডিএ এলাকায় গণসংযোগে জাপা প্রার্থী আবু তাহের

| মঙ্গলবার , ২৭ জানুয়ারি, ২০২৬ at ১১:০৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম১১ বন্দরপতেঙ্গা আসনের জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জাতীয় পার্টি কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য আবু তাহের গতকাল সোমবার ডবলমুরিং থানাধীন ২৭ নং ওয়ার্ডের আগ্রাবাদ ১নং রোড থেকে ইসলামিয়া ব্রিক ফিল্ড ছোটপুল, বেপারীপাড়া, বলিপাড়া এলাকায় গণসংযোগ করেন।

গণসংযোগকালে তিনি ডবলমুরিং থানার ২৭ নং ওয়ার্ডে লাঙ্গল প্রতীকের অফিস উদ্বোধন করেন। তিনে বলেন, আগ্রাবাদ সিডিএ, ছোটপুল, বেপারীপাড়া, বলিপাড়া এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগজলাবদ্ধতা নিরসনে কোন জনপ্রতিনিধি ভূমিকা রাখেননি। জলাবদ্ধতা এই এলাকার মানুষের নিত্য সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। আমি আপনাদের এলাকার সন্তান হিসেবে কথা দিয়ে যাচ্ছিআপনাদের দোয়া এবং ভোটে নির্বাচিত হলে এই এলাকার জলাবদ্ধতা সবার আগে নিরসন করবো। আমি লাঙ্গল প্রতীকের প্রার্থী হয়ে আপনাদের দোয়া চাইতে এসেছি। এ সময় উপস্থিত ছিলেন মহানগর জাতীয় পার্টি যুগ্ম আহবায়ক নাছির উদ্দীন সিদ্দিকী, আবছার উদ্দিন রনি, চট্টগ্রাম উওর জেলা জাতীয় পার্টি সদস্য সচিব এম শফিউল আজম চৌধুরী লিটন, ইপিজেড থানার সভাপতি জহুর উদ্দিন জহির, ডবলমুরিং থানা জাপা আহবায়ক আকতার উদ্দিন, সদস্য সচিব মোহাম্মদ আরমান মিয়া, যুগ্ম আহবায়ক আবুল ফয়েজ, মোহাম্মদ সাইদ, রবিউল হোসেন, জিয়ারুল হক, আকতার উদ্দিন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনির্বাচনী ইশতেহারে জনদাবির অন্তর্ভুক্তি চায় মহেশখালী জন-সুরক্ষা মঞ্চ
পরবর্তী নিবন্ধমানুষের কল্যাণে আইনের সেবক হিসেবে কাজ করতে হবে