নির্বাচিত সংসদ ছাড়া সংখ্যানুপাতিক নিয়ে সিদ্ধান্তের সুযোগ নেই : খসরু

| বৃহস্পতিবার , ৩ জুলাই, ২০২৫ at ৪:৪৩ পূর্বাহ্ণ

সংখ্যানুপাতিক ভোটের বিষয়ে নির্বাচিত সংসদ ছাড়া সিদ্ধান্ত নেওয়ার ‘সুযোগ নেই’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী। গতকাল বুধবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তিনি সাংবাদিকদের বলেন, ‘এই পর্যায়ে সংখ্যানুপাতিক ভোট আলোচনার কোনো বিষয় হতে পারে না।’ খবর বিডিনিউজের।

বাংলাদেশ জন অধিকার পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টিবিজেপি, আম জনতার দল ও গণতান্ত্রিক বাম ঐক্য, এই চারিটি দল ও জোটের সঙ্গে বৈঠকের পরে আমীর খসরু সাংবাদিকদের সামনে আসেন। তিনি বলেন, ‘দেখুন আমাদের ৩১ দফায় কিন্তু সংখ্যানুপাতিক হারে নির্বাচনের কোনো কথা নেই। আর এত বড় একটা পরিবর্তনের কথা যারা বলছে, এটা আগামী সংসদ ছাড়া কেউ করতে পারবে না। আপনাদের মনে আছে কিনা, আমরা যখন রাষ্ট্রপ্রতি ব্যবস্থা থেকে সংসদীয় পদ্ধতিতে আসি, তখন সংসদে প্রধান সব দলগুলো ঐক্যবদ্ধভাবে একমত হয়ে সংসদ পাস করতে হয়েছে।’

আমীর খসরু বলেন, ‘যদি কোনো দলের ইচ্ছা থাকে সংখ্যানুপাতিক হারে নির্বাচনতাদের মতামতের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, এই বিষয়ে তারা জনগণের কাছে ম্যান্ডেট নিয়ে আগামী সংসদে আসেযেকোনো বিষয়ে মৌলিক পরিবর্তন করতে হলে জনগণের কাছে আপনাকে যেতে হবে নির্বাচনের মাধ্যমে। সেটা সংসদে এনে পাস করতে হবে। এই পর্যায়ে সংখ্যানুপাতিক ভোট আলোচনার কোনো বিষয় হতে পারে না।’

বিকাল থেকে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আলাদাভাবে রাজনৈতিক শরিকদের সাথে বৈঠক করেন আমীর খসরু। তার সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু।

পূর্ববর্তী নিবন্ধ৭ জুলাই থেকে ৬ মাস এনসিটি পরিচালনা করবে নৌবাহিনী
পরবর্তী নিবন্ধআদালত অবমাননা : পলাতক হাসিনাকে ৬ মাসের কারাদণ্ড