বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানা কমিটির সভায় দ্রুত নির্বাচন ব্যবস্থায় জরুরি সংস্কার করে নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের প্রক্রিয়া শুরুর আহ্বান করেছেন নেতৃবৃন্দ। তারা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিচার ব্যবস্থার অচলাবস্থা এবং দ্রব্যমূল্যসহ জনজীবনে সংকট দ্রুত বাড়ছে। রাজনীতিতে সাম্রাজ্যবাদী হস্তক্ষেপের নজিরবিহীন তৎপরতা পরিলক্ষিত হচ্ছে। অন্তর্বর্তী সরকার অধিকাংশ পরিস্থিতিতে নিষ্ক্রিয় থাকছে যাতে সংকট ঘনীভূত হচ্ছে। দেশে চলমান এ অচলাবস্থা নিরসনে নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রে ফিরে যাওয়ার বিকল্প এখন নেই।
গতকাল শুক্রবার বিকেল ৫টায় নগরীর বাদুরতলাস্থ অস্থায়ী কার্যালয়ে কমরেড মোহাম্মদ মুছার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রিপোর্ট পেশ করেন থানা সাধারণ সম্পাদক কমরেড রাহাতউল্লাহ জাহিদ। বক্তব্য রাখেন কমরেড খোদেজা বেগম, কমরেড মোহাম্মদ মহসিন, কমরেড রিংকু দে প্রমুখ। তারা ২৪–এর গণঅভ্যুত্থানকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের যুগান্তকারী ঘটনা উল্লেখ করে মুক্তিযুদ্ধের সাথে গণঅভ্যুত্থানকে মুখোমুখি দাঁড় করাবার কায়েমী স্বার্থবাদী ষড়যন্ত্র প্রতিহত করতে দেশপ্রেমিক জনতার ঐক্য গড়ে তোলার আহ্বান জানান। সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহ গৃহীত হয়। প্রেস বিজ্ঞপ্তি।