বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, জুলাই সনদের আলোকে নির্বাচন হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে। এতে জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। আগের পদ্ধতির নির্বাচন মানে ১৫৯ জন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া। সেই নির্বাচন আগের রাতেই হয়ে যায়। হোন্ডা গুন্ডা নির্বাচন ঠান্ডা এই পদ্ধতিতেই আগে নির্বাচন হত। নির্বাচনে জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর জন্য জুলাই সনদের আইনগত ভিত্তি জরুরি।
গত ২৬ সেপ্টেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানার ৩৯ নম্বর দক্ষিণ হালিশহর ওয়ার্ডের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওয়ার্ড আমির ওসমান গণির সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন, চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমির মুহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, মো. শফিউল আলম, ইপিজেড থানা জামায়াতের আমির আবুল মোকাররম প্রমুখ। ওয়ার্ড বিএম সম্পাদক আব্দুর রহিম বিশ্বাসের সঞ্চালনায় সম্মেলনের আরও উপস্থিত ছিলেন আবদুল্লাহ আল আরিফ, সিটি কর্পোরেশনের কাউন্সিলর প্রার্থী শাহেদ আলী, মোজাম্মেল হক, ফখরুল ইসলাম, মামুন খান, মুজিবুর হক বকুল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।