নির্বাচনী সংবাদ প্রচারের নামে প্রতারণা, অর্থ দাবি

আজাদীর পরিচয়ে ফোন

আজাদী প্রতিবেদন | রবিবার , ১৭ জানুয়ারি, ২০২১ at ৫:২৩ পূর্বাহ্ণ

দৈনিক আজাদীর সাংবাদিক পরিচয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের একাধিক কাউন্সিলর প্রার্থীকে মুঠোফোনে চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। নির্বাচনী সংবাদ প্রচারের নামে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগও করেছেন ভুক্তভোগী কাউন্সিলরগণ।
কাউন্সিলর প্রার্থীগণ জানান, তাদের ০১৯৮৮৩১০০৮০ ও ০১৮৬৯৫৯৮৪১৪ নম্বর থেকে কল দেওয়া হয়। কলদাতা নিজের পরিচয় দেন আজাদীর স্টাফ রিপোর্টার মোরশেদ তালুকদার। অথচ মোরশেদ ভুক্তভোগীদের কল দেননি। এমনকি মোবাইল নম্বর দুটিও তার নয়।
এ বিষয়ে দৈনিক আজাদীর স্টাফ রিপোর্টার মোরশেদ তালুকদার বলেন, কোনো প্রতারক চক্র আমার এবং দৈনিক আজাদীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য কাজটি করছেন। বিষয়টি আমার জন্য বিব্রতকর। সবাইকে এ বিষয়ে সতর্ক থাকার অনুরোধ করছি। কৌশলে ডেকে এনে ওই প্রতারককে আটক করে আইনগত ব্যবস্থা নিতে নিকটস্থ থানায় সোপর্দ করা উচিত। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও অনুরোধ করব প্রতারক চক্রটিকে দ্রুত গ্রেপ্তার করার জন্য।
এদিকে, নির্বাচনী সংবাদ প্রচারের নামে অর্থ দাবি করে কেউ ফোন করলে আজাদী কর্তৃপক্ষের সাথে যোগাযোগ ছাড়া কোনো প্রকার লেনদেন না করার জন্য কাউন্সিলর প্রার্থীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
৩৮ নং দক্ষিণ মধ্যম হালিশহর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হানিফ সওদাগর আজাদীকে বলেন, শনিবার দুপুরে ০১৯৮৮৩১০০৮০ নম্বর থেকে আমাকে কল দিয়ে আজাদীর পরিচয় দেয়া হয়। নির্বাচনী প্রচারণা এবং আমার পরিকল্পনা নিয়ে বিভিন্ন বিষয়ে জানতে চান কলদাতা। প্রথম পৃষ্ঠায় সংবাদ ছাপা হবে বলেও জানান। শেষে বলেন, অফিসের খরচের জন্য কিছু টাকা লাগবে। পরে তার দেয়া বিকাশ নম্বরে (০১৭৩৩২৪২৫৪৩) পাঁচ হাজার টাকা পাঠাই।
২৯ নং পশ্চিম মাদারবাড়ি ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী গোলাম মোহাম্মদ জোবায়ের আজাদীকে বলেন, শুক্রবার সন্ধ্যায় আমার মুঠোফোনে কল করে নিজেকে আজাদীর সাংবাদিক পরিচয় দিয়ে নির্বাচনী প্রচার-প্রচারণা সংক্রান্ত তথ্য জানতে চান। এর ঘন্টাখানেক পর কল করে খরচের জন্য টাকা দাবি করেন। অবশ্য আমি টাকা পাঠাইনি।
৩৭ নং উত্তর মধ্যম হালিশহর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো. শফিউল বলেন, শুক্রবার সন্ধ্যায় দৈনিক আজাদীর পরিচয়ে কল দিয়ে বিভিন্ন তথ্য জানতে চান। পরে খরচের টাকা দাবি করেন। আমি টাকা দিইনি।
৩৯ নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জিয়াউল হক সুমন আজাদীকে বলেন, আমাকে ০১৮৬৯৫৯৮৪১৪ নম্বর থেকে কল দিয়ে আজাদীর পরিচয় দেয়। বিভিন্ন কথা শেষে খরচের জন্য টাকা দাবি করে। আমি টাকা দিইনি।
এদিকে দৈনিক আজাদীর পরিচয় দেয়া ০১৯৮৮৩১০০৮০ নম্বরে কল দিলে রিসিভ করে নিজের পরিচয় দেন মো. মাসুম। কাউন্সিলর প্রার্থীকে কল দিয়ে টাকা দাবির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি ঢাকায় থাকি। ব্যাংক এশিয়া যাত্রাবাড়ি শাখায় চাকরি করি। আমি কেন কল দেব। এখন তো অনেকে নম্বর ক্লোন করে প্রতারণা করে। সে রকম কিছু হয়েছে কিনা জানি না।

পূর্ববর্তী নিবন্ধসন্ত্রাসীদের প্রশ্রয় দেয়া উচিত নয় : রেজাউল
পরবর্তী নিবন্ধতিন পৌরসভায় মেয়র আওয়ামী লীগের