উখিয়ায় এক স্কুল ছাত্রের আত্মহত্যার ঘটনা ঘটেছে। উখিয়ার রত্নাপালং ইউনিয়নের রুহুল্লারডেবা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত স্কুল ছাত্রের নাম তাশিকুল ইসলাম তাশিক। সে পালং আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। গতকাল রোববার বিকেল ৪টার দিকে নিজবাড়িতে সে আত্মহত্যা করে বলে জানা যায়। নিহত স্কুল ছাত্র স্থানীয় জানে আলমের ছেলে। শনিবার বিদ্যালয় থেকে নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। সে অকৃতকার্য হয় বলে জানা যায়।
নিহত স্কুল ছাত্রের পরিবার জানায়, নিজ কক্ষের সিলিং ফ্যানের সাথে গামছা পেছিয়ে তাশিক আত্মহত্যা করেছে। সম্প্রতি অনুষ্ঠিত হওয়া ২০২৩ সালের এসএসসি নির্বাচনী পরীক্ষায় পাশ না হওয়ায় অপমানে সে আত্মহত্যা করেছে বলে ধারণা করছে সবাই। খবর পেয়ে ঘটনাস্থলে যায় উখিয়া
থানা পুলিশ।
নিহত ওই স্কুল ছাত্রের স্বজনরা জানান, তাশিক নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় কিছুটা হতশাগ্রস্থ ছিল। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী জানান, আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।