আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিতব্য ৫ম ধাপের ইউপি নির্বাচনে সীমানা জটিলতায় চন্দনাইশের সাতবাড়িয়া ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে না। গতকাল মঙ্গলবার নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা-২ এর উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা যায়। এর আগে গত ২৭ নভেম্বর নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিলে সাতবাড়িয়া ইউনিয়নের নাম ছিল। নির্বাচনকে সামনে রেখে গত রোববার রাতে চন্দনাইশের সাতবাড়িয়া ইউনিয়নসহ ৮ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের তালিকাও প্রকাশ করা হয়। এছাড়া উপজেলা নির্বাচন অফিস থেকেও সাতবাড়িয়ায় নির্বাচন গ্রহণের জন্য রিটার্নিং অফিসার নিয়োগসহ সকল প্রস্তুতি নেয়া হয়। কিন্তু নির্বাচন না হওয়ার খবর ছড়িয়ে পড়লে আশাহত হন সাতবাড়িয়া ইউনিয়নের শত শত ভোটার। এই ইউনিয়নে সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০১১ সালে।
জানা যায়, গত ২০১৭ সালের ১১ মে দোহাজারী ইউনিয়নকে পৌরসভায় উন্নীত করা হয় এবং সাতবাড়িয়া ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডকে দোহাজারী পৌরসভায় যুক্ত করা হয়। অথচ পৌরসভা গঠনের ৪ বছর অতিবাহিত হলেও সীমানা নির্ধারণ করতে পারেনি পৌরসভা কর্তৃপক্ষ। এছাড়া দোহাজারী পৌরসভার সাথে সাতবাড়িয়া ইউনিয়নের ২টি ওয়ার্ড যুক্ত করায় সাতবাড়িয়ার এক ব্যক্তি হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন। ফলে সীমানা ও আইনি জটিলতায় নির্বাচন হচ্ছে না সাতবাড়িয়া ইউনিয়নে। একই সাথে দোহাজারী পৌরসভার নির্বাচনও বন্ধ রয়েছে।
বাংলাদেশ নির্বাচন কমিশনের সিদ্ধান্তক্রমে ৫ম ধাপের ইউপি নির্বাচন থেকে সাতবাড়িয়া ইউনিয়নে নির্বাচন সংক্রান্ত সকল কার্যক্রম বাতিল করা হয়েছে বলে জানান চন্দনাইশ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মিনহাজুল ইসলাম।