ইসলামিক ফ্রন্টের মহাসচিব অধ্যক্ষ জয়নুল আবেদীন জুবাইর বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষিত হলেও নির্বাচনী মাঠ মোটেও অনুকূল নয়। এখনো নির্বাচনী পরিবেশের দৃশ্যমান কিছুই পরিলক্ষিত হচ্ছে না। ব্লেইম গেইম রাজনীতি নির্বাচন নিয়ে বরাবরই জনমনে শংকা তৈরি করছে। রাজনৈতিক ঐকমত্য প্রতিষ্ঠার আবশ্যকীয়তা থাকলেও রাজনীতিতে ক্রমাগত দূরত্ব বাড়ছে। নির্বাচন বানচালের ষড়যন্ত্র করা হলে জনরোষ থেকে কেউ বাঁচতে পারবে না বলে তিনি মন্তব্য করেন। তিনি গত ১২ ডিসেম্বর ইসলামিক ফ্রন্ট পতেঙ্গা থানার উদ্যোগে কর্ণফুলী ইপিজেড কাঁচাব্লাঙ্কা কনফারেন্স হলে অভিষেকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সভাপতিত্ব করেন–ইসলামিক ফ্রন্ট পতেঙ্গা থানার সভাপতি মাওলানা আবদুর রহিম তৈয়বী। প্রধান বক্তা ছিলেন, নগর সভাপতি এইচ এম মুজিবুল হক শাকুর। বিশেষ অতিথি ছিলেন, নগর সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ ওয়াহেদ মুরাদ, মোহাম্মদ আলম রাজু, মাওলানা আবদুন্নবী হক্কানী, এইচ এম আবু ছাদেক, মাওলানা নুরুজ্জামান, মুহাম্মদ জাহাঙ্গীর, মুহাম্মদ শহিদুল ইসলাম, মুনিরুল ইসলাম, নাছির মাহমুদ। সঞ্চালনা করেন মোহাম্মদ আবদুর রহিম ও সাহেদুল আলম মুন্না। প্রেস বিজ্ঞপ্তি।












