নির্বাচন ফেব্রুয়ারিতেই, পিছিয়ে আসার চিন্তা নেই : আসিফ নজরুল

| বুধবার , ২০ আগস্ট, ২০২৫ at ১১:০৫ পূর্বাহ্ণ

দলগুলো যাই বলুক, নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। গতকাল মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, সরকারের পক্ষ থেকে আমরা দৃঢ় প্রতিজ্ঞ আছি। আমাদের স্যার (প্রধান উপদেষ্টা) সর্বজন স্বীকৃত একজন বিশ্বপর্যায়ে নন্দিত মানুষ। উনি নিজে ঘোষণা করেছেন, তার এ ঘোষণা থেকে আমাদের পিছিয়ে আসার বিন্দুমাত্র চিন্তা নেই। খবর বিডিনিউজের।

জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ নিয়ে প্রধান দল বিএনপি, সরকার ও ছোট কয়েকটি দলের মধ্যে মতপার্থক্য দেখা রয়েছে। জুলাই সনদের আইনি ভিত্তি ও প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচন মেনে নেওয়া হবে না বলে বক্তব্য এসেছে এনসিপির পক্ষ থেকে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে আইন উপদেষ্টা বলেন, নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব সরকারের, দলের নয়। নির্বাচন অনুষ্ঠানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। আমরা মাথার মধ্যে এটাই রাখছি, ফেব্রুয়ারিতেই নির্বাচন, আমরা ফেব্রুয়ারিতে চলে যাব।

তিনি বলেন, এখন রাজনৈতিক দল তো বিভিন্ন উদ্দেশ্যে বিভিন্ন কথা বলে এবং ওইটা তো একটি রাজনৈতিক প্রক্রিয়া। আপনারা তো এটা সবসময় দেখেছেন। বাংলাদেশে ট্র্যাডিশনালি এসব রাজনৈতিক কথাবার্তা হতো, এখনো ঠিক ওরকমভাবেই কথাবার্তা হচ্ছে। কথাবার্তায় খুব বেশি গুণগত পরিবর্তন হয়নি। ফলে নির্বাচনের সময় নিয়ে কে কী বলবেন এটা রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবেই দেখবেন।

অভ্যুত্থানের বর্ষপূর্তির দিন ৫ আগস্ট জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস আগামী ফেব্রুয়ারি মাসে রোজার আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য সময়সূচি ঘোষণা করেন। ওই সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করতে তার দপ্তর থেকে নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হয়। নির্বাচন কমিশনও বলেছে, ফেব্রুয়ারি মাথায় রেখেই তারা ভোটের প্রস্তুতি নিচ্ছে। সে অনুযায়ী আগামী ডিসেম্বরে তফসিল ঘোষণার পরিকল্পনা রেখে বাকি কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধলিখিত বিধি-বিধান দিয়ে ফ্যাসিবাদ ঠেকানো যায় না : তারেক রহমান
পরবর্তী নিবন্ধমাইলস্টোনের ৩ শিক্ষক চিরস্মরণীয় হয়ে থাকবেন : প্রধান উপদেষ্টা