আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রশ্নে বিএনপি–জামায়াত চক্র এক ঘরে হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন মহানগর ১৪ দলের সমন্বয়ক এবং মহানগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম সুজন। বিএনপির ডাকা অবরোধ ‘প্রত্যাখান করে’ গতকাল বুধবার নগরীর নিমতলা চত্বরে বন্দর থানা আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সুজন বলেন, বিএনপি–জামায়াত চক্র নির্বাচন বানচালের ছক নিয়ে মাঠে নেমে এখন নিজেরাই এক ঘরে হয়ে পড়েছে। এতোদিন তারা সরকারের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ করলেও জ্বালাও– পোড়াও করতে গিয়ে তারা এখন নিজেরাই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিএনপি–জামায়াতের সাথে আঁতাত করে যারা এতোদিন সরকার বিরোধী আন্দোলন সংগ্রাম করেছে তারাও এখন ধীরে ধীরে নির্বাচনী ট্রেনে উঠতে শুরু করেছে। প্রতিদিনই রাজনৈতিক দলগুলো সাংবাদিক সম্মেলন কিংবা ঘোষণা দিয়ে নির্বাচনে আসতে শুরু করেছে। তিনি বলেন এবারের নির্বাচনে কোনোভাবেই ভুল করা যাবে না। নগরীর চলমান উন্নয়ন কর্মকাণ্ডসহ আরো নতুন নতুন উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে চট্টগ্রামকে সাজাতে ভোটারদের দৃষ্টি আকর্ষন করেন তিনি।
হাজী মো. ইলিয়াছের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন মো. ইসকান্দর মিয়া, জানে আলম, কাউন্সিলর আব্দুল মান্নান, কাউন্সিলর মোর্শেদ আলী, হাফেজ মো. ওকার উদ্দিন, কামাল ইসাকী, মো. আমিন, ওয়াাহিদ মুরাদ রাসেল, জাকির মিয়া, মো. জাকির মিয়া, হাবিব শরীফ, সৈয়দ হোসেন, হাসান মুরাদ, জাহিদ হাসান, শেখ মো. মহিউদ্দিন, হোসেন চৌধুরী সাদ্দাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।