বর্তমান সরকারের অধীনে নির্বাচন কিংবা সংলাপ কোনোটাতেই বিএনপি ‘যাবে না’ বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, আমি স্পষ্ট করে এটা বলতে চাই, বিএনপি সিদ্ধান্ত নিয়েছে যে, আগামী নির্বাচনে এই রেজিমের অধীনে বিএনপি অংশগ্রহণ করবে না। শুধু তাই নয়, কোনো আলোচনায় বিএনপি যাবে না। কারণ আমরা বিগত দিনে আলোচনাও করেছি, নির্বাচনে অংশগ্রহণও করেছি। তার ফলাফল বাংলাদেশের মানুষ পেয়েছে, বিশ্ববাসীর কাছে এটা স্পষ্ট দিনের আলোর মত। সুতরাং এই রেজিমের অধীনে নির্বাচনে যাওয়া যাবে না, আলোচনায়ও যাওয়া যাবে না। খবর বিডিনিউজের।
এ বিষয়ে দলের অবস্থান তুলে ধরে তিনি বলেন, একমাত্র নিরপেক্ষ সরকারের অধীনে আলোচনা শুরু হতে পারে। যখন বাংলাদেশে নিরপেক্ষ সরকার দায়িত্ব নেবে, তখন আলোচনা হতে পারে কীভাবে বাংলাদেশে নির্বাচন হবে, নির্বাচন কমিশন কীভাবে হবে, অন্যান্য সংশ্লিষ্ট সংস্থাগুলো- যেগুলো নির্বাচনের সাথে জড়িত, তাদের কার্যক্রম কীভাবে আগামী দিনে হবেৃ তার আগে আলোচনার কোনো সুযোগ নাই। ‘সরকার হটানোর’ আন্দোলনের ডাক দিয়ে আমীর খসরু বলেন, এই অনির্বাচিত একটা সরকারকে আমাদের বিদায় করে, একতাবদ্ধ হয়ে একটি নিরপেক্ষ সরকারের অধীনে যাতে নির্বাচন হতে পারে, সেই ব্যবস্থা করতে হবে। ‘অন্তরে মম শহীদ জিয়া’ নামে একটি সংগঠনের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবে ‘সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য ও বর্তমান বাংলাদেশ’ শীর্ষক এই আলোচনা সভা হয়। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের পেছনে আওয়ামী লীগকে দায়ী করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, এই সাম্প্রদায়িক সমস্যা সৃষ্টির পেছনে মূলত যে দলটি কাজ করছে সেটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ।