দি চিটাগং কো–অপারেটিভ হাউজিং সোসাইটির সাবেক সম্পাদক মোহাম্মদ শাহজাহানের বিরুদ্ধে ওঠা নানা অভিযোগের প্রেক্ষিতে সোসাইটির বর্তমান সম্পাদকের কাছে কাগজপত্র চেয়ে চিঠি দিয়েছিল দুদক। গত ৬ এপ্রিল এ চিঠি দেওয়া হলেও এখন পর্যন্ত কাগজপত্র সরবরাহ করা হয়নি।
বরং ৯০ দিনের সময় চেয়ে আবেদন করা হয়। কিন্তু দুদকের পক্ষ থেকে তা নাকচ করে দেওয়া হয়েছে। এ বিষয়ে গতকাল দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম–১ এর উপ পরিচালক নাজমুচ্ছায়াদাত আজাদীকে বলেন, চিঠি পাওয়ার সাত কার্যদিবসের মধ্যে কাগজপত্র সরবরাহ করতে বলা হয়েছিল।
কিন্তু তা করা হয়নি। বরং ৯০ দিনের সময় চেয়েছেন। আমরা বলেছি, দীর্ঘ সময় বাড়ানো সম্ভব নয়। একপর্যায়ে ঈদের পর কাগজপত্র সরবরাহ করবেন বলে জানিয়েছেন। উপপরিচালক বলেন, তাদের বক্তব্য হচ্ছে, কাগজপত্র নানা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। যার কারণে সংগ্রহ করতে সময় লাগছে।
দুদক সূত্র জানায়, মোহাম্মদ শাহজাহানের বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগ অনুসন্ধানপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম–১ এর সহকারী পরিচালক মো. এমরান হোসেনকে সম্প্রতি অনুসন্ধান কর্মকর্তা হিসেবে নিয়োগ করা হয়। এরই ধারাবাহিকতায় অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে কাগজপত্র সরবরাহের জন্য তিনি দি চিটাগং কো–অপারেটিভ হাউজিং সোসাইটির বর্তমান সম্পাদকের কাছে চিঠিটি লিখেন। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে চিঠি পাওয়ার সাত কার্যদিবসের মধ্যে কাগজপত্র সরবরাহ করার জন্য চিঠিতে বলা হয়েছিল।