‘নিরীহ ফিলিস্তিনবাসীর ওপর নির্যাতন বর্তমান সময়ের সবচেয়ে হৃদয়বিদারক ঘটনা’

| শনিবার , ১১ নভেম্বর, ২০২৩ at ১০:০৭ পূর্বাহ্ণ

নিরীহ এবং নিরপরাধ ফিলিস্তিনবাসীর উপর বর্বর এবং আক্রমণাত্মক চিত্র বর্তমান সময়ের সবচেয়ে হৃদয়বিদারক ঘটনা যা বিশ্বের সমস্ত জাতির টনক নড়িয়েছে বলে মন্তব্য করেছেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় নির্যাতিত ফিলিস্তিদের ইসরাইলী বাহিনীর চলমান বর্বর হামলা ও গণহত্যা বন্ধের প্রতিবাদে চট্টগ্রামে ইংলিশ ট্র্যাকের শিক্ষার্থীদের কন্ঠে গণসংগীত ফ্রি প্যালেস্টাইন গণসংগীতের উন্মোচনকালে এ তিনি এ মন্তব্য করেন। প্রতিষ্ঠানটির পরিচালক এ কে এম নিজাম উদ্দীনের কথা ও সূরে গানটি পরিচালনা করেছেন মোমিন তুষার এবং ভিডিও চিত্রায়িত করেছেন সফিউল আলম শওকত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাউদার্ন ইউনিভার্সিটি ইংরেজী বিভাগের প্রধান অধ্যাপক আরমান হোসাইন সহ প্রতিষ্ঠানটির শিক্ষক ও শিক্ষার্থীরা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ‘ভাত দিতে দেরি হওয়ায়’ মায়ের সাথে রাগ করে গলায় ফাঁস!
পরবর্তী নিবন্ধযুবলীগের ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ