নিরাপদ স্থিতিশীল বিশ্ব গড়তে নবীর (দ.) আদর্শ অনুসরণ করতে হবে

রজভীয়া নূরীয়া পরিষদের সভায় বক্তারা

| বৃহস্পতিবার , ১০ অক্টোবর, ২০২৪ at ১১:০০ পূর্বাহ্ণ

রজভীয়া নূরীয়া কমিটির কেন্দ্রীয় চেয়ারম্যান মাহমুদুল হক রাজিব বলেছেন, বর্তমান বিশ্বে পরস্পর বিপরীতমুখী দুটি ধারা বিদ্যমান। একদিকে শোষক নিপীড়করা নিরীহ দেশ ও মানুষের ওপর প্রচণ্ড আক্রোশে হামলে পড়ছে। দেশে দেশে মজলুম মানবতার আর্তনাদে আল্লাহর আরশ পর্যন্ত কাঁপছে। অন্যদিকে মজলুম শান্তিকামী মানুষ নিপীড়ক জুলুমবাজদের থেকে বাঁচতে উদগ্রীব। বিশ্বের নিপীড়িত মানবতাকে পরিত্রাণ দিতে এবং একটি মানবিক নিরাপদ স্থিতিশীল সম্প্রীতিপূর্ণ বিশ্ব গড়তে মহানবীর () আদর্শেই আমাদের ফিরে যেতে হবে। তিনি গত সোমবার বিকেলে অক্সিজেনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে রজভীয়া নূরীয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের ২য় সাধারণ সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরীর সঞ্চালনায় এতে মধ্যে উপস্থিত ছিলেন আবু ছালেহ আঙ্গুর, মুহাম্মদ মিয়া জুনায়েদ, এনামুল হক এনাম, .জে.এম হোসাইন চৌধুরী, মুহাম্মদ মিনহাজ উদ্দিন সিদ্দিকী, মুহাম্মদ আয়ুব তাহেরী, মুহাম্মদ আবু হানিফ রিপন, মুহাম্মদ নাজিম উদ্দিন কাদেরী, মুহাম্মদ আমানউল্লাহ, মুহাম্মদ আলমগীর, মুহাম্মদ জাকের সওদাগর, নুরুল হুদা মুহাম্মদ আক্কাস, সাইফুল ইসলাম সাকি, মাস্টার মাহফুজুর রহমান, আজিম উদ্দিন, আরিফ মুঈন উদ্দীন মনির, এইচ এম নিজাম উদ্দিন চৌধুরী, আবু ছালেহ মুহাম্মদ সাফওয়ান নূরী, ইঞ্জিনিয়ার মুহাম্মদ জাহেদ, মাষ্টার মুহাম্মদ হারুন, আনোয়ার রেযা, মুহাম্মদ শাহজাহান, মুহাম্মদ আব্দুল হান্নান, মুহাম্মদ ইলিয়াস নূরী, মুহাম্মদ আজীম উদ্দিন, মুহাম্মদ মঈনুল ইসলাম রিফাত, মুহাম্মদ কাউসার উদ্দীন, মুহাম্মদ বাদশাহ্‌ মিয়া, মুহাম্মদ করিম উদ্দিন, মুহাম্মদ হাবিবুল্লাহ্‌,মুহাম্মদ আরাফাত আলী রুবেল, মুহাম্মদ আব্দুর রাজ্জাক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় ৩ কলেজের নেতৃবৃন্দের সাথে দক্ষিণ জেলা ছাত্রদলের সভা
পরবর্তী নিবন্ধবিশ্বে শান্তি প্রতিষ্ঠায় নবীর (দ.) আদর্শ অনুশীলনের বিকল্প নেই