নিরাপদ সড়ক চাই

| শুক্রবার , ২৭ ডিসেম্বর, ২০২৪ at ৭:০৪ পূর্বাহ্ণ

দেশের সড়ক মহাসড়কগুলো কতটা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে, তা প্রতিদিন সংবাদপত্র পড়ার মাধ্যমে বোঝা যায়। প্রতিদিনই সড়কে প্রাণ হারাচ্ছে শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত। প্রতিদিনই কোনো না কোনো পরিবার তাদের একমাত্র উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে নিঃস্ব হয়ে পড়ছে। সড়ক দুর্ঘটনার ব্যাপকতা যেনো কিছুতেই রোধ করা যাচ্ছে না। গবেষণায় দেখা গেছে, ৯০ শতাংশ সড়ক দুর্ঘটনার জন্য দায়ী যানবাহনের অতিরিক্ত গতি, চালকের বেপরোয়া মনোভাব, অপরিকল্পিত গতিরোধক এবং সড়কের পাশের হাটবাজার। ফলে সড়ক দুর্ঘটনা দিনের পর দিন বেড়েই চলেছে। এখন শুধু সড়কমহাসড়ক নয় বরং শহরের ছোট ছোট রাস্তাও দায়ী।

কেননা, বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে সড়কে খুড়াখুড়ি লেগেই থাকে প্রায়, কিন্তু এ সকল রাস্তাগুলো আর সংস্কার করা হয় না। ফলশ্রুতিতে কখনো কখনো মানুষ নিজ বাসভবনের সামনে প্রাণ হারাচ্ছে। যা খুবই মর্মান্তিক এবং হৃদয়বিদারক। তাই সড়ক দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষকে আরো কঠোর হতে হবে। সড়কে শৃঙ্খলা বজায় রাখার জন্যে কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং পাশাপাশি দুর্নীতি রোধ করতে হবে। তবেই দেশ ও জাতি নিরাপদ সড়ক পাবে।

শিফা চৌধুরী

নওয়াজিশ খান চৌধুরী বাড়ি , চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধআমাদের খুনসুটি
পরবর্তী নিবন্ধশিক্ষকদের সম্মান ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ