নিঃসন্দেহে রক্তদান একটি মহৎ কাজ। এতে একজন রোগীর জীবন যেমন রক্ষা পায় তেমনি দাতা নিজেও উপকৃত হন। যারা নিয়মিত রক্তদান করেন তাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি ৮৮ শতাংশ কম।
গবেষকেরা বলেন, বছরে অন্তত দুবার রক্তদান ক্যান্সারের ঝুঁকি কমায়। অন্যদিকে বাড়তি ওজন কমাতেও সহায়তা করে রক্তদান। এক ব্যাগ রক্তদান শুধু একজন রোগীর উপকার করে না ক্ষেত্রবিশেষে তিনজনের উপকারও হয়। রক্তদান নিরাপদ হওয়ার অন্যতম উৎস স্বেচ্ছায় রক্তদান নিশ্চিত করা। কেননা অনেক পেশাগত রক্তদাতার শরীরে রোগ, মাদকাসক্ত থাকতে পারে। তাই প্রতিটি সুস্থ ব্যক্তির স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসা উচিত।
টি এইচ মাহির
চান্দগাঁও, চট্টগ্রাম।