বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চট্টগ্রাম–৩ সন্দ্বীপ আসনের মনোনয়ন প্রত্যাশী মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন বলেন, স্বৈরাচার আওয়ামী সরকারের রোষানলে পড়ে মিথ্যা মামলায় দীর্ঘ ৯ বছর দেশের বাইরে থাকতে হয়েছে। ৫ আগস্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থানের পর আবারো সন্দ্বীপের ৪ লক্ষ অবহেলিত মানুষের মাঝে ফিরে এসেছি।
তিনি গত সোমবার সন্দ্বীপের হারামিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে তাঁর সমর্থনে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সুজাদৌলা সজীব, শাহরিয়ার সজীব, আলাউদ্দিনের সঞ্চালনায় ও জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক কাউসার চেয়ারম্যান, যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মনির তালুকদার, দীর্ঘাপাড় ইউনিয়ন সভাপতি দেলোয়ার চেয়ারম্যান, আবদুল হালিম শামীম, আবুল কালাম আজাদ, মাইনউদ্দিন, ওমর ফারুক পপেল, মোশাররফ হোসেন, মিজানুর রহমান, মোবারক হোসেন রাজু প্রমুখ।












