বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চট্টগ্রাম-৩ সন্দ্বীপ আসনের অন্যতম মনোনয়ন প্রত্যাশি মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন বলেন, স্বৈরাচার আওয়ামী সরকারের রোষানলে পড়ে মিথ্যা মামলায় দীর্ঘ ৯ বছর দেশের বাহিরে থাকতে হয়েছে। ৫ আগষ্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থানের পর আবারো সন্দ্বীপের চারলক্ষ অবহেলিত মানুষের মাঝে ফিরে এসেছি।
সোমবার বিকাল ৪ টায় সন্দ্বীপের হারামিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে বিএনপি মনোনয়ন প্রত্যাশি মিজানুর রহমান ভূঁইয়া মিল্টনের সমর্থনে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এক পর্যায়ে জনসভা জনসমুদ্রে পরিনত হয়।
মিল্টন ভূঁইয়া আরও বলেন, আমার স্বপ্ন নিরাপদ সন্দ্বীপ গড়ে তোলা। বিএনপি ও সন্দ্বীপের মানুষ যদি আমাকে কাজ করার সুযোগ দেয় তাহলে প্রথম ৬ মাসে সন্দ্বীপকে মাদক ও সন্ত্রাস মুক্ত করবো। তিনি এসময় আরও বলেন সন্দ্বীপের অন্যতম প্রধান সমস্যা নৌ যাতায়াত। আমরা সুযোগ পেলে নিরাপদ নৌ যাতায়াত সুবিধা নিশ্চিত করবো, জরুরী চিকিৎসা দেয়ার জন্য আইসিইউ স্থাপন করবো। তিনি এসময় জামায়াতকে ইঙ্গিত করে বলেন পিআরের তালবাহনা করে নির্বাচনের বানচালের ষড়যন্ত্র করলে বাংলাদেশের জনগণ তা কোনভাবে বাস্তবায়ন হতে দিবে না।
ছাত্রদলের উত্তর জেলা সাংগঠনিক সম্পাদক সুজাদৌলা সজীব, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শাহরিয়ার সজীব ও হারামিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন এর সঞ্চালনায় ও সভাপতি জাহাঙ্গীর হোসেন সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক কাউসার চেয়ারম্যান, যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মনির তালুকদার, দীর্ঘাপাড় ইউনিয়ন সভাপতি দেলোয়ার চেয়ারম্যান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সহসভাপতি আবদুল হালিম শামীম, গাছুয়া বিএনপির সেক্রেটারি আবুল কালাম আজাদ, বিএনপির যুগ্ম আহবায়ক মাইনউদ্দিন, পৌরসভা যুবদলের ওমর ফারুক পপেল, যুবদলের মোশাররফ হোসেন, মিজানুর রহমান, মোবারক হোসেন রাজু প্রমুখ।












