নিরাপদ নির্মাণে মানসম্মত সিমেন্টের বিকল্প নেই : লায়ন হাকিম আলী

| মঙ্গলবার , ১৬ সেপ্টেম্বর, ২০২৫ at ৬:৫০ পূর্বাহ্ণ

ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের ডিলার সম্মেলন গত ১৩ সেপ্টেম্বর কক্সবাজারের একটি হোটেল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। দেশের বিভিন্ন জেলার শতাধিক ডিলারের অংশগ্রহণে আয়োজিত এ সম্মেলনে ডায়মন্ড এক্সট্রিম, ডায়মন্ড কোস্টালপ্লাস ও ডায়মন্ড এক্সট্রাপাওয়ার ব্র্যান্ডের সিমেন্ট নিয়ে আলোচনা, অভিজ্ঞতা বিনিময় এবং জেলা ভিত্তিতে সেরা বিক্রেতাদের সম্মাননা জানানো হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের পরিচালক (অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স) এবিএম কামাল উদ্দিন। প্রধান অতিথি ছিলেন কোম্পানির উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হাকিম আলী। ডায়মন্ড সিমেন্ট ঢাকা জোনের জিএম( সেলস) আরিফুল ইসলামের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন ডায়মন্ড সিমেন্টের নির্বাহী পরিচালক আব্দুল্লাহ ইফতেখার চিশতী, পরিচালক আব্দুল্লাহ আল ফরহাদ, ফরচুন নেভিগেশনের পরিচালক আব্দুল্লাহ আল মামুন, ডায়মন্ড সিমেন্ট চট্টগ্রাম জোনের জিএম ( সেলস) আবদুর রহিম ও কক্সবাজার জেলা স্টিল ও সিমেন্ট মার্সেন্ট অ্যাসোসিয়েশন এর সভাপতি সাইফুল আলম সিকদার।উপস্থিত ছিলেন ডায়মন্ড সিমেন্টের ডিজিএম কামরুজ্জামান, মোস্তাফিজুর রহমান, এজিএম মকবুল খন্দকার, মো. আমান উল্লাহ চৌধুরী সহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রধান অতিথি বলেন, নিরাপদ নির্মাণে মানসম্মত সিমেন্টের বিকল্প নেই। গ্রাহকদের আস্থা অর্জনই আমাদের সবচেয়ে বড় সাফল্য। হাকিম আলী বলেন, ডিলারদের নিষ্ঠা ও সততার কারণেই ডায়মন্ড সিমেন্ট আজ আস্থার প্রতীক হয়ে উঠেছে। সভাপতির বক্তব্যে এবিএম কামাল উদ্দিন বলেন, সিমেন্ট কেবল নির্মাণ সামগ্রী নয়, এটি স্থাপনার স্থায়িত্ব ও নিরাপত্তার মূল ভিত্তি। তিনি ব্যবসায়ীদের আর্থিক সিদ্ধান্তের ব্যাপারে কৌশলী হওয়ার আহ্বান জানান।

ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদি, সিলেট প্রভৃতি জেলার ডিলাররা এ সম্মেলনে অংশ নেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইন্টেলেকচুয়াল প্রপার্টি ব্যবস্থাপনায় জিপিএইচ ইস্পাত ও বুয়েটের রাইজ
পরবর্তী নিবন্ধকৃত্রিম বুদ্ধিমত্তা হবে পরবর্তী শিল্পবিপ্লবের কেন্দ্রবিন্দু