মমতা পরিচালিত কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ ইউনিটের উদ্যোগে সম্প্রতি জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত হয়। ‘খাদ্য হোক নিরাপদ, সুস্থ থাকুক জনগণ’ এই প্রতিপাদ্যে এবারের আয়োজন অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে চন্দনাইশের মৌলভীবাজারের বরকল শামসুজ্জামান উচ্চ বিদ্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা ফারহান ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন মমতার উপ–পরিচালক ও ফোকাল পারসন এনামুল হক। বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফরহাদ হোসেন সহ অন্যান্যরা।
শেষে র্যালি, বিষয়ভিত্তিক রচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, আমাদের সুস্থ ও স্বাভাবিক জীবনের জন্য নিরাপদ খাদ্য প্রধান একটি উপাদান। খাদ্যের গুণগত মান যদি ভালো না হয় তাহলে আমাদের শরীর সুস্থ থাকতে পারে না। নিরাপদ ও পুষ্টিকর খাবারের বিষয়ে সব শ্রেণি– পেশার মানুষকে এগিয়ে আসতে সাহায্য ও উৎসাহ প্রদান করার ক্ষেত্রে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।