চসিক ভারপ্রাপ্ত মেয়র আফরোজা কালাম বলেছেন, সরকার নগর ও গ্রামাঞ্চলের জীবনমানের বৈষম্য দূরীকরণে নানামুখী কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে দেশের কোন মানুষ যাতে গৃহহীন না থাকে সেজন্য সরকার নিরলস কাজ করছে। তারই ধারাবাহিকতায় চসিক বিভিন্ন ওয়ার্ডে গৃহহীনদের গৃহ নির্মাণ করে দেয়ার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। পাশাপাশি বেসরকারি সেবা সংস্থা ব্র্যাক, ইউএনডিপিও নগরের নিম্নআয়ের জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। করোনার জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব ও দ্রুত নগরায়নের ফলে সৃষ্ট আর্থসামাজিক বৈষম্য হ্রাসের জন্য ‘আর নয় বৈষম্য, পরিকল্পনা হোক সবার জন্য’ সময়োপযোগী ও তাৎপর্যপূর্ণ এ প্রতিপাদ্যের সফল বাস্তবায়নই হবে বিশ্ব বসতি দিবসের অঙ্গীকার।
গতকাল সোমবার টাইগারপাসস্থ চসিকের অস্থায়ী কার্যালয়ের সম্মেলন কক্ষে আরবান ডেভেলাপমেন্ট প্রোগ্রামের উদ্যোগে ইউএনডিপি ও চসিকের সার্বিক সহযোগিতায় বিশ্ব বসতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ইউএনডিপির টাউন ম্যানেজার মো. সরোয়ার হোসেন খান, বস্তি উন্নয়ন কর্মকর্তা মাইনুল ইসলাম চৌধুরী জয় সহ উপকার ভোগীগণ। এ সময় উপস্থিত ছিলেন প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম, ব্র্যাকের কর্মকর্তা, ইউডিপি সদস্যবৃন্দ প্রেস বিজ্ঞপ্তি।