প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে বাংলাদেশ–কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (বিকেটিটিসি) চট্টগ্রামের সম্মেলন কক্ষে নিরাপদ অভিবাসন ইস্যুতে চট্টগ্রাম জেলায় কর্মরত সরকারি ও বেসরকারি অংশীজনদের সমন্বয়ে ত্রৈমাসিক সমন্বয় সভা গত ১৯ মার্চ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) রূপণ কুমার দাশ।
বিকেটিটিসির অধ্যক্ষ প্রকৌশলী পলাশ কুমার বড়ুয়ার সভাপতিত্বে এবং প্রত্যাশীর প্রকল্প ব্যবস্থাপক বশির আহম্মদ মনির সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মহেন্দ্র চাকমা, চট্টগ্রাম ওয়েলফেয়ার সেন্টারের সহকারী পরিচালক এনায়েত উল্লাহ, গাউসুল আজম মাইজভান্ডারী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ আব্দুল বাতেন এবং চট্টগ্রাম এডিটরস ক্লাবের সাধারণ সম্পাদক অধ্যক্ষ জিয়াউল হক জিয়া, জেলা লিগ্যাল এইড অফিসারের পিএ মো. এরশাদুল ইসলাম প্রমুখ। প্রধান অতিথি নিরাপদ অভিবাসন বিষয়ে জনসচেনতামূলক কার্যক্রম বৃদ্ধির এবং অভিযোগকারী অভিবাসনকর্মীগণ যাতে ডকুমেন্ট ও প্রমাণসমূহ সংরক্ষণ করেন তার ওপর গুরুত্বারোপ করেন।
অন্যদের মধ্যে চট্টগ্রাম মহিলা টিটিসি, বিমানবন্দর প্রবাসী হেল্প ডেস্ক, প্রবাসী কল্যাণ ব্যাংক, বিএনডব্লিএলএ, এনজিও, আইনজীবী, সাংবাদিক, রিক্রুটিং এজেন্সি, মাইগ্রেশন ফোরাম, ফেরত আসা অভিবাসীসহ সরকারি–বেসরকারি সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।